ঘরে বসেই পেয়ে যান বালাজি মন্দিরের প্রসাদ, অনলাইনে লাড্ডু বিক্রি শুরু করল তিরুপতি কর্তৃপক্ষ

Published : May 27, 2020, 03:48 PM ISTUpdated : May 27, 2020, 04:24 PM IST
ঘরে বসেই পেয়ে যান বালাজি মন্দিরের প্রসাদ,  অনলাইনে  লাড্ডু বিক্রি শুরু করল তিরুপতি কর্তৃপক্ষ

সংক্ষিপ্ত

দেশে লকডাউন চলায় বন্ধ সমস্ত ধর্মীয়স্থানের দরজা এই অবস্থায় প্রসাদ বিতরণে নতুন পন্থা নিল তিরুপতি কর্তৃপক্ষ টিটিডি'র বিভিন্ন কার্যালয়ে বালাজির লাড্ডু প্রসাদ বিক্রি শুরু হয়েছে ঘরে বসে অনলাইনেও অর্ডার দেওয়া যাচ্ছে তিরুপতির লাড্ডু প্রসাদ

লকডাউনের আওতা থেকে রেহাই পায়নি দেশের ধর্মীয় স্থানগুলিও। গত ২৪ মার্চ  মধ্যরাত থেকে দেশে শুরু হয়েছে লকডাউন। আর তারফলে তিরুমালায় অবস্থিত তিরুপতি বালাজি মন্দিরের দরজা দু'মাস হল বন্ধ রয়েছে। চতুর্থ দফার লকডাউনে বেশ কিছু নিয়মে শিথিলতা এনেছে প্রশাসন। তবে এখনও জনসাধারণকে ধর্মীয় স্থানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এই অবস্থায় তিরুপতিতে ভক্তদের জন্য লাড্ডু প্রসাদ বিতরণ বন্ধ রাখা হয়েছিল, তবে এই পরিষেবা ফের চালু করে দিল মন্দির কর্তৃপক্ষ। 

শ্রী ভেঙ্কটেশ্বরা মন্দিরের পরিচালনা কমিটি তিরুমালা তিরুপতি দেবস্থানাম (‌টিটিডি) অন্ধ্রপ্রদেশের প্রতিটি জেলায় তাদের কার্যালয়গুলিতে এই লাড্ডু প্রসাদ বিক্রি শুরু করেছে। এমনকি অনলাইনেও প্রসাদের অর্ডার নেওয়া হচ্ছে। তবে সেই প্রসাদ ভক্তকে সংগ্রহ করতে হবে ওই এলাকার নিকটস্থ টিটিডি কার্যালয় থেকেই। ভক্তদের অনুরোধেই তাঁরা লকডাউনের মধ্যে ভগবান বালাজির প্রসাদ বিতরণ শুরু করেছেন বলে জানাচ্ছেন তিরুপতি মন্দিরের পিরচালনা কমিটি। 

 

 

এদিকে প্রথম দিনেই অন্ধ্রপ্রদেশের নানা প্রান্তে টিটিডি কার্লায়গুলি থেকে  ২.৪ লক্ষ টাকার লাড্ডু প্রসাদ বিক্রি হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে লকডাউনের কারণে প্রসাদে ছাড় দিচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বরা মন্দিরের পরিচালনা কমিটি। ৫০ টাকার লাড্ডু এখন বিক্রি হচ্ছে ২৫ টাকায়। প্রতিটি লাড্ডুর ওজন ১৭৫ গ্রাম। অন্ধ্রপ্রদেশের জেলা শহরগুলি ছাড়াও চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদেও মিলছে বালাজি মন্দিরের লাড্ডু প্রসাদ। 

ভারতের সবচেয়ে ধনী মন্দির বলা হয় তিরুমালার তিরুপতির বালাজি মন্দিরকে। ২ হাজার বছরেরও পুরনো এই মন্দিরে প্রতিদিনি হাজার-হাজার মানুষ ভিড় করেন ঈশ্বর দর্শনে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ২০ মার্চ থেকে বন্ধ রয়েছে বালাজি মন্দিরের দরজা। 

 


 

PREV
click me!

Recommended Stories

Vande Mataram: জানেন বন্দে মাতরমের কোন একটি শব্দ, যা নিয়ে স্বাধীনতার এত বছর পরেও শেষ হয়নি বিতর্ক!
প্রধানমন্ত্রী মোদীর প্রথম জর্ডান সফর 'ঐতিহাসিক', বললেন ভারতীয় দূত