প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেনশন দেবে কেন্দ্র। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফে জারি করা হয়েছে নয়া ব্যবস্থা। জারি করা হয়েছে এক বিশেষ ই কার্ড। যা থাকলে আপনি পেয়ে যাবেন বাড়তি ৩ হাজার টাকা করে পেনশন। এই পেনশন পাবেন কৃষক, চালক, গৃহকর্মী, রাস্তার বিক্রেত, দৈনিক মজুর ভিত্তিক উপার্জনকারী ব্যক্তিরা পাবেন এই সুবিধা।