তিন দিনে জোড়া সাফল্য, সেনার গুলিতে খতম অন্যতম লস্কর চাঁই, জঙ্গিদের সব চেষ্টাই জলে

  • কাশ্মীরে আরও এক সাফল্য সেনাবাহিনীর
  • সেনার গুলিতে খতম হল লস্কর-ই-তৈবার অন্যতম বড় কমান্ডার আসিফ
  • বুধবার জম্মু কাশ্মীরের সোপোর জেলায় এই ঘটনা ঘটে
  • এর কদিন আগেই হুমকি পোস্টার দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আটজনকে

 

কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদ দমনে আরও এক বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী বুধবার সোপোরে সেনার গুলিতে খতম হল লস্কর-ই-তৈবার অন্যতম বড় কমান্ডার আসিফ। সম্প্রতি জম্মু-কাশ্মীরের বেশ কিছু সন্ত্রাসবাদি হামলার পিছনে ছিল এই আসিফ। এদিন একটি গাড়িতে করে যাওয়ার সময় তাঁকে আটকায় সেনা। আচমকাই গুলি ছুড়তে শুরু করে সে। কিন্তু সেনা পাল্টা গুলি ছুড়তে শুরু করলে সে আর কিছু রতে পারেনি।

কাশ্মনীরের পুলিশ জানিয়েছে  সম্প্রতি স্থানীয় এক ফল ব্যবসায়ীর পরিবারের উপরসে হগুলি চালিয়েছিল। তাতে তিনজন আহত হন। এমনকী এক শিশুকেও সে রেয়াত করেনি। তার আগে সোপোরেই এক ভিন রাজ্যের এক শ্রমিককে হত্যা করেছিল সে। আপাতত সে উপত্যকায় কোনও বড় ধরণের নাশকতা ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল বলে সন্দেহ পুলিশের।

Latest Videos

সোমবারই উপত্যকায় মানুষকে হুমকি পোস্টার লাগিয়ে সন্ত্রস্ত করার অভিযোগে আটজন কে গ্রেফতার করেছে সেনা। এই আটজনের নাম আইজাজ মির, ওমর মির, তৌসিফ নজর, ইমতিয়াজ নজর, ওমর আকবর, ফয়জান লতিফ, দানিশ হাবিব, এবং শওকত আহমেদ মির। জানা গিয়েছে এরাও লস্কর-ই-তৈবা গোষ্ঠীর সঙ্গেই জড়িত।

পাকিস্তানের সেনাবাহিনী উপত্যকাকে অশান্ত করতে নানা ভাবে জঙ্গি কার্যকলাপ জারি রাখার চেষ্চটা চালিয়ে যাচ্ছে বলে খবর রয়েছে সেনাবাহিনীর কাছে। কিন্তু যেভাবে কড়া নিরপত্তার জাল বিছানো হয়েছে, তাতে লস্কর বা অন্য জঙ্গি সংগঠনগুলি দাঁতও ফোটাতে পারছে না।

 

Share this article
click me!

Latest Videos

'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড় | Bhangar News Today