BSF Video: বাংলাদেশ থেকে বর্ডার পেরিয়ে ভারতে ঢুকছে কারা? ড্রোন ক্যামেরা দেখাল চাঞ্চল্যকর দৃশ্য

নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ (BSF)-এর ড্রোন নজরদারিতে ধরা পড়ে যাচ্ছে বেআইনি অনুপ্রবেশ। সম্প্রতি এমনই এক ভিডিও প্রকাশ করল সীমান্ত রক্ষা বাহিনী।

উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন প্রযুক্তি ধরিয়ে দিচ্ছে ভারতের অন্দরে বেআইনি অনুপ্রবেশকারীদের। বাংলাদেশ থেকে বর্ডার পার করে রাতের অন্ধকারে ভারতে ঢোকা আর সহজ নয়। নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ (BSF)-এর ড্রোন নজরদারিতে ধরা পড়ে যাচ্ছে বেআইনি অনুপ্রবেশ। সম্প্রতি এমনই এক ভিডিও প্রকাশ করল সীমান্ত রক্ষা বাহিনী। 

উন্নত মানের ড্রোন প্রযুক্তি ক্যামেরা বেশ কিছু ছবি ধরে ফেলেছে, যেগুলি এক্স মিডিয়ায় শেয়ার করেছে বিএসএফ-এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার। বাংলাদেশের দিক থেকে রাতের অন্ধকারে ভারতের দিকে বেশ কয়েকজন মানুষের এগিয়ে আসা দেখা গেছে ওই ক্যামেরা ফুটেজে। বিএসএফ জানিয়েছে যে, ক্যামেরার নাইট ভিশন অত্যন্ত উন্নত। এর দৃশ্যে যাদের দেখা যাচ্ছে, তারা সকলেই অনুপ্রবেশকারী। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল। 

ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় নজরদারি রাখতে বিশেষ সুবিধা করে দিয়েছে এই ড্রোন। অন্ধকারেও এর নজর অত্যন্ত তীক্ষ্ণ, ফলে কোনওভাবেই এর নজর এড়িয়ে সীমান্ত এলাকায় চোরা অনুপ্রবেশ ও অপরাধমূলক কাজ করা সম্ভবপর নয়। 
 

Share this article
click me!

Latest Videos

Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |
গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ | Nabadwip News Today
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral