Tripura Election 2023 Live: ভোটগ্রহণ শেষ ত্রিপুরায়, জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তিতে উত্তাল রাজ্যের নানা এলাকা

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় মোট ৬০টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তার কথা মাথায় রেখে সর্বত্র পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ত্রিপুরার সবকটি আসনে সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হবে এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। যারা বিকাল ৪টা পর্যন্ত ভোটার লাইনে যোগ দেবেন তাদের ভোট দিতে দেওয়া হবে। ত্রিপুরার ৬০টি আসনে ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপির ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং IPFT-এর পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কংগ্রেস ও সিপিআই(এম) জোট গঠন করেছে। এর অধীনে সিপিআই(এম) ৪৩টি আসনে এবং কংগ্রেস ১৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

05:47 PM (IST) Feb 16

ভোটগ্রহণ শেষ, ইভিএম সংগ্রহ করতে রিসিভিং কেন্দ্রে নির্বাচনী কর্মীরা

ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচনী সামগ্রী ও ইভিএম সংগ্রহ করতে আগরতলার উমাকান্ত একাডেমিতে পোলিং কর্মীরা পৌঁছেছেন। নির্বাচনী সামগ্রী সংগ্রহের জন্য উমাকান্ত একাডেমিতে একটি রিসিভিং সেন্টার স্থাপন করা হয়েছে।

 

 

04:58 PM (IST) Feb 16

দুপুর ৩টে পর্যন্ত ত্রিপুরায় ভোট পরেছে ৬৯.৯৬ শতাংশ

নির্বাচন কমিশনের নথি অনুযায়ী দুপুর ৩টে পর্যন্ত ত্রিপুরায় ভোট পরেছে ৬৯.৯৬ শতাংশ।

04:44 PM (IST) Feb 16

বিজেপির হাতে দুই সিপিএম কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ

শান্তিরবাজার বিধানসভার কালাছড়াতে গন্ডগোল। বিজেপির হাতে দুই সিপিএম কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি

03:22 PM (IST) Feb 16

বিধানসভা নির্বাচনে ভোট দিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন

বিধানসভা নির্বাচনে ভোট দিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরে ভোট দিলেন তিনি 

02:59 PM (IST) Feb 16

বিধানসভা ভোটে রক্তাক্ত ত্রিপুরা, বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ

পুরনো আগরতলার খয়েরপুরের নাথপাড়ায় ভোটারদের 'বাধা'। লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অন্যদিকে, খয়েরপুরে সিপিএম প্রার্থীর এজেন্টের গাড়ি ভাঙচুর, অভিযুক্ত শাসক দল বিজেপি। রাধাকিশোরপুরেও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ সিপিএমের। গোমতি জেলার অমরপুরে বাম পোলিং এজেন্টকে বেধড়ক মারধর, অভিযুক্ত বিজেপি। বক্সনগরে সিপিএমের অঞ্চল সম্পাদকের উপর হামলার অভিযোগ। সিপিএম নেতার উপরে ধারাল অস্ত্র ও লাঠি নিয়ে হামলার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ।

02:05 PM (IST) Feb 16

Tripura Election : বেলা ১টা পর্যন্ত ভোট পড়ল ৫১.৩৫ শতাংশ

নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ভোট পড়েছে প্রায় ৫২ শতাংশের কাছাকাছি। 
 

 

01:26 PM (IST) Feb 16

Violation in Tripura Election: ত্রিপুরায় বাম নেতাকর্মীদের ওপর আক্রমণে ক্ষুব্ধ মানিক সরকার

ত্রিপুরা নির্বাচনে অশান্তি নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকার। তিনি বলেন, “একাধিক জায়গায় ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, রাস্তা আটকে রাখা হচ্ছে। কিন্তু মানুষ তাঁদের সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভোটদাঁ অব্যাহত রাখার।"

 

 

12:37 PM (IST) Feb 16

Tripura Assembly Election 2023: প্রদ্যোত দেববর্মার হুমকি, নিশানায় বিজেপি

Tripura Election: ত্রিপুরার বিধানসভা নির্বাচনের মধ্যেই রীতিমত হুংকার ছাড়লের টিপরা মোথার প্রধান প্রদ্যোত মাণিক্য দেববর্মা। ভোটে জোট ও ঘোড়া কেনাবেচা সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে যদি তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যার্থ হয় তাহলে রাজবাড়ির একটি অংশ বিক্রি করে প্রয়োজনে বিজেপি বিধায়কদের কিনে নেবেন। ২৫-৩০ জন বিজেপি বিধায়ক কিনতে পারবেন বলেও দাবি তাঁর।

11:55 AM (IST) Feb 16

Tripura Election 2023: ভোটে না লড়েও ত্রিপুরার রাজনীতিতে গুরুত্বপূর্ণ নাম মানিক সরকার

পাঁচ বছর আগে ক্ষমতা হারিয়েছেন। বিজেপির কাছে সিপিএম ধরায়াসী হওয়া ত্রিপুরার মসনদ হারাতে হয়েছিল মানিক সরকারকে। কিন্তু তারপরেও হারিয়ে যাননি। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মাটি কামড়ে পড়েছিলেন।

11:51 AM (IST) Feb 16

Tripura Vote Percentage: সকাল এগারোটা পর্যন্ত ভোট পড়েছে ৩১.২৩ শতাংশ

নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, সকাল এগারোটা অবধি, অর্থাৎ, মোট ৪ ঘণ্টায় ভোট পড়ল ৩১.২৩ শতাংশ।
 

 

11:46 AM (IST) Feb 16

Tripura Election Update: ভোট দিলেন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

সকাল ১১টা নাগাদ গোমতী কেন্দ্রে ভোট দিতে এলেন বিপ্লব । 
 

 

10:47 AM (IST) Feb 16

Tripura Vote 2023: ভোটদানে পিছিয়ে নেই তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ও

পশ্চিম ত্রিপুরার আরালিয়ার প্রতাপগড়ে ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ভোটাররা। 

10:40 AM (IST) Feb 16

Tripura Election News Today: সকাল ৯টায় ভোট ১৩.৬৯ শতাংশ

Tripura Election 2023: নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, রাজ্য জুড়ে সকাল ৭টা থেকে ৯টা, অর্থাৎ মাত্র ২ ঘণ্টায় ভোট পড়েছে মোট ১৩.৬৯ শতাংশ। 

10:38 AM (IST) Feb 16

Tripura Election Update: ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোট দিতে এলেন রাজ্যের প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী মানিক সরকার। 

10:06 AM (IST) Feb 16

PM Modi on Tripura Election 2023: 'রেকর্ড সংখ্যায় ভোট দিন', বার্তা প্রধানমন্ত্রীর

ত্রিপুরার বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার বিষয়ে আশাবাদী।

10:04 AM (IST) Feb 16

Tripura Election: 'নির্ভয়ে ভোট দিন', বার্তা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বৃহস্পতিবার ত্রিপুরার জনগণকে বিধানসভা নির্বাচনে ‘ভয় ছাড়াই’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে, তাঁরা পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ।

10:02 AM (IST) Feb 16

Tripura Assembly Election 2023: ‘প্রগতিশীল সরকার গড়তে ভোট দিন’, ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে টুইট অমিত শাহ ও জেপি নাড্ডার

09:48 AM (IST) Feb 16

ত্রিপুরায় ভোট পড়েছে ১২ শতাংশের বেশি

সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১২.৭৬ শতাংশ। জানিয়েছে নির্বাচন কমিশন। 

 

 

09:46 AM (IST) Feb 16

ত্রিপুরায় ভোটারদের সহযোগিতা সিআরপিএফ জওয়ানদের

ত্রিপুরায় ভোটারদের সহযোগিতা করছে সিআরপিএফ জওয়ানরা। বৃদ্ধ ও অসুস্থ ভোটারদের নিয়ে যাচ্ছে ভোটকেন্দ্রে। 

 

 

09:35 AM (IST) Feb 16

ত্রিপুরায় ক্ষমতা দখলের বিষেয় আশাবাদী মানিক সাহা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা মানিক সাহা নিজের ভোট দেওয়ার পরে রাজ্যের বিজেপি দ্বিতীয়ারের জন্য ক্ষমতা দখল করবে বলেও আশা প্রকাশ করেছেন। তিনি বলেন প্রার্থনা করেই বাড়ি থেকে বেরিয়েছেন। বিজেপি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবে। রাজ্যে এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন ত্রিপুরায় দল ভাল পারফরম্যান্স করবে এই বিষয়ে তিনি শতভাগ আশাবাদী। বিজেপি ত্রিপুরায় নিরঙ্কুশ সখ্যাগরিষ্টতা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

08:56 AM (IST) Feb 16

উন্নয়নের স্বার্থে ত্রিপুরার মানুষকে ভোট দেওয়ার আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

রাজ্যের উন্নয়ন আর গণতন্ত্রের স্বার্থেই ত্রিপুরার মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানান অমিত শাহ। তিনি টুইট করে বার্তা দেন ত্রিপুরা ভোটারদের উদ্দেশ্য়ে।

 

 

08:55 AM (IST) Feb 16

ত্রিপুরার মানুষকে রেকর্ড ভোট দেওয়ার আহ্বান মোদীর

গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য ত্রিপুরার মানুষকে রেকর্ড ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  টুইট করে তিনি বলেন ‘ত্রিপুরার জনগণকে রেকর্ড সংখ্যায় ভোট দিতে এবং গণতন্ত্রের উত্সবকে শক্তিশালী করার জন্য অনুরোধ করছি’

 

 

08:50 AM (IST) Feb 16

ত্রিপুরা নির্বাচনে সেরা ১০টি ফ্যাক্টর- যা বাম - বিজেপির ক্ষমাতর যুদ্ধের গুরুত্বপূর্ণ

কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। পাঁচ বছর আগে মসনদ হারানো সিপিএমও এবার এককালের প্রধান প্রতিপক্ষ কংগ্রেসকে সঙ্গে নিয়ে ত্রিপুরার ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। এই অবস্থায় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে টিরপা মোথা। এক নজরে দেখে নিন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সেরা ১০টি ফ্যাকট।

 

 

08:43 AM (IST) Feb 16

বেশি করে ভোট দিয়ে মানুষ এক নজির স্থাপন করুন এবং গণতন্ত্রকে আরও মজবুত করুন- মোদী

ত্রিপুরায় ভোটদান শুরু হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, তিনি টুইটার পোস্টে জানিয়েছেন, আমি আর্জি করছি যাতে মানুষ বেশি করে ভোট দেয় এবং গণতন্ত্রকে আরও বেশি করে শক্তিশালী করে, সেই সঙ্গে ত্রিপুরার যুব সম্প্রদায়কে বলছি পরিস্থিতি পর্যালোচনা করে যথোপযুক্ত স্থানে ভোট দিন। 

 

 

08:40 AM (IST) Feb 16

উন্নত সরকার গঠনে ভোট দিতে আহ্বান অমিত শাহ-র

ত্রিপুরায় ভোটদান শুরু হতেই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি জানান, ত্রিপুরায় উন্নয়নশীল এবং কর্মক্ষমতা সম্পন্ন সরকার গড়তে মানুষকে আজ বেশি করে ভোটদান করতে হবে। 

 

 

08:23 AM (IST) Feb 16

বাম-কর্মী ও সমর্থকদের উপরে হামলার পিছনে কোনওভাবেই বিজেপি জড়িত নয়- মানিক সরকার

বিশালগড়ে বাম ও কংগ্রেস কর্মী ও সমর্থকদের উপরে রাতভর বোমাবাজির ঘটনায় বিজেপি-র জড়িত থাকার অভিযোগ ওড়ালেন মানিক সরকার, তিনি বলেন এমন ধরনের ঘটনার সঙ্গে বিজেপি কোনওভাবেই জড়িত থাকতে পারে না, ভোটগ্রহণের সময় বিজেপি-র নামে অপপ্রচার হচ্ছে বলেও তাঁর মত। 

08:20 AM (IST) Feb 16

'সকালে উঠে প্রার্থনা করেছি যাতে ভোটদান শান্তিপূর্ণ হয়'- মানিক সরকার, মুখ্যমন্ত্রী, ত্রিপুরা

আগরতলা বিধানসভা কেন্দ্রে ভোট দিলেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি জানান, সকালে উঠে প্রার্থনা করেছি যাতে সব কিছু শান্তিপূর্ণভাবে মেটে, মানুষ যাতে বেশি করে বাইরে বেরিয়ে এসে ভোট দেয়, ত্রিপুরায় ফের বিজেপি সরকার গড়ছে

 

 

08:04 AM (IST) Feb 16

রাতভর বোমাবাজি বিশালগড়ে, সিপিএম ও কংগ্রেস কর্মী ও সমর্থকদের বাড়ি লক্ষ্য করে এই ঘটনা বলে অভিযোগ

ভোটদানের আগের রাতে ত্রিপুরার বিশালগড়ের রাতভর বোমাবাজি, বাম কর্মী ও সমর্থকদের বাড়ি লক্ষ্য করে এই বোমাবাজি চলে বলে অভিযোগ, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এই ঘটনায় বেশ কিছু জনকে আটক করা হয়েছে বলে সূত্রে খবর। 

08:02 AM (IST) Feb 16

ভোটদাতাদের বাইরে বেরিয়ে এসে ভোটদানের আর্জি রাখলেন জেপি নাড্ডা

যত বেশি করে মানুষ ভোট দেবেন তত সম্ভাবনা বাড়বে ত্রিপুরায় এক দুর্নীতিহীন স্বচ্ছ এবং উন্নয়নে সক্ষম এক সরকার গড়ার, ত্রিপুরায় ভোটগ্রহণে এমনই আর্জি রাখলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

 

 

07:10 AM (IST) Feb 16

সকাল ৭টে থেকে শুরু হল ভোটগ্রহণ, বুথের বাইরে ভোটদাতাদের লম্বা লাইন

গোমতি বিধানসভার ৫৪ নম্বর বুথে সকাল থেকেই লম্বা লাইন মানুষের, সেই ছবি ধরা পড়ল ত্রিপুরা বিধানসভা ভোটগ্রহণের শুরুতেই

 

 

01:24 AM (IST) Feb 16

কতজন ভোটার ভোট দেবেন?

ত্রিপুরার চূড়ান্ত ভোটার তালিকায় ২৮,১৩,৪৭৮ জন ভোটার রয়েছে, যার মধ্যে ১৪,১৪,৫৭৬ জন পুরুষ, ১৩,৯৮,৮২৫ জন মহিলা এবং ৭৭ জন ট্রান্সজেন্ডার ভোটার রয়েছে, ১০,৩৪৪ জন পরিষেবা ভোটার রয়েছে৷  ৮০ বছরের বেশি বয়সী ভোটার ৩৮ হাজার ৩৯ জন এবং ১০০ বছরের বেশি বয়সী ভোটার ৬৭৯ জন। ১৮-১৯ বছর বয়সী ৬৫,০৪৪ ভোটার নথিভুক্ত রয়েছেন, যাদের মধ্যে ৩৪,৭০৪ জন পুরুষ, ৩০,৩২৮ জন মহিলা এবং ১২ জন উভলিঙ্গের মানুষ।

01:23 AM (IST) Feb 16

হাই প্রোফাইল আসনগুলিতে নজর

মুখ্যমন্ত্রী মানিক সাহা খোদ টাউন বর্দোয়ালি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার তাঁর সরাসরি লড়াই হবে কংগ্রেসের আশিস কুমার সাহার সঙ্গে। সবার দৃষ্টি থাকবে এই আসনের দিকে। একইভাবে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব ভার্মা চারিলাম বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবার নজর থাকবে এই আসনের দিকেও। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে ধানপুর আসন থেকে প্রার্থী করা হয়েছে, সেদিকেও সবার নজর থাকবে।

01:23 AM (IST) Feb 16

বিজেপির কাছে চ্যালেঞ্জ

বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হল তার দুর্গ বাঁচানো, অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বাম ও কংগ্রেস এবার একজোট হয়েছে। কংগ্রেস-বামেরা মিলে এ বার বিজেপির দুর্গ ধংস্ব করতে পারবে কীনা, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে। অন্যদিকে, সব রাজনৈতিক সমীকরণের মধ্যে বিজেপি নিজের ক্ষমতা ধরে রাখতে পারবে কীনা, আলোচনা চলছে তা নিয়েও। তবে আগের নির্বাচনের মতো এবারের নির্বাচনেও তৃণমূল এবং প্রদীপ দেব বর্ধনের দল টিপরা মোথা উপজাতিদের বড় কার্ড খেলেছে।

01:21 AM (IST) Feb 16

কড়া নিরাপত্তা রাজ্য জুড়ে

ত্রিপুরায় হিংসামুক্ত ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিটি কোণায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক ৪০০ কোম্পানি CAPF বা ৩০ হাজার নিরাপত্তা কর্মী পাঠিয়েছে। সিএপিএফ ছাড়াও আসাম রাইফেলস, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ছাড়াও প্রায় নয় হাজার টিএসআর কর্মী এবং ছয় হাজার ত্রিপুরা পুলিশের কর্মীও মোতায়েন করা হয়েছে।

01:20 AM (IST) Feb 16

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য

২,৫০৪টি জায়গায় ৩৩২৭টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৩১ হাজার ভোটকর্মী তাদের নির্ধারিত ভোট কেন্দ্রে পৌঁছেছেন। শান্তিপূর্ণ ভোটের জন্য সর্বত্র নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।