ত্রিপুরায় উল্টোরথে দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপুরণ ঘোষণা

Published : Jun 29, 2023, 07:43 AM IST
tripura modi

সংক্ষিপ্ত

ত্রিপুরায় রথযাত্রায় দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়ালেন প্রধাননন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের ও নিহতদের পরিবারকে ক্ষতিপুরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। 

ত্রিপুরায় রথযাত্রায় দুর্ঘটনায় মৃত্যের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত দুই শিশু-সহ সাত জনের মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদেক প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় নিহত দের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। আহতেদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।

বুধবার ত্রিপুরার উনাকোটি জেলায় রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাত জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় আহতের সংখ্যা ১৬। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোস্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, 'কুমারঘাটে উল্টো রথযাত্রার সময় দুর্ঘটনাটি দুঃখজনক। এই দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি সমবেদনা।' তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি আরও জানিয়েছেন স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবধরনের সাহায্য দিচ্ছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, PMNRF থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘটনাস্থল পরিবর্শন করেন। ব্যক্তিগতভাবে পরিস্থিতি মূল্যায়ণ করেন। তিনি বলেছেন ত্রিপুরার ইতিহাসে এইন দুর্ভাগ্যজনক ঘটনা কখবনও ঘটেনি।

 

 

ত্রিপুরায় রথের চূড়ায় আগুন লেগে মৃত্যু হয় পূণ্যার্থীর। ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৬ জন। বুধবার বিকেলে ৪টে নাগাদ ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে ঘটে এই মর্মান্তিক ঘটনা। জানা যাচ্ছে রথ টানার সময় সেটির চূড়ার সঙ্গে হাইভোল্টেজ বৈদ্যুতিক তারের স্পর্শ হওয়ায় রথটি আচমকাই আগুন লেগে যায়। সংবাদ সংস্থ পিটিআই সূত্রে জানা যাচ্ছে ঘটনাস্থালেই মৃত্যু হয় ছ'জনের। আহত কমপক্ষে ১৫ জন। উল্টোরথ যাত্রা উপলক্ষে কুমারঘাটে জড়ো হয়েছিলেন প্রায় হাজারেরও বেশি মানুষ। বিশাল রথের লোহার দড়ি ধরে টানছিলেন পূণ্যার্থীরা। এই সময়ই ১৩৩ কিলোভোল্টের বৈদ্যুতিক তার রথের চূড়া স্পর্শ করে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় রথটিতে। লোহার দড়ি হওয়ায় আহত হয় দর্শনার্থীরাও। ঘটনায় শোকপ্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। টুইটবার্তায় তিনি লিখেছেন,'কুমারঘাটে উল্টোরথ টানার সময় মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েক জন দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। আহতও হয়েছেন বেশ কয়েকজন। ঘটনায় আমি গভীর ভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।' পাশাপাশি রাজ্য সরকার নিহতদের পাশে দাঁড়াবে। ত্রিপুরার এআইজি (আইন শৃঙ্খলা) জ্যোতিষ্মান দাস চৌধুরী বুধবার বলেছিলেন, দুর্ঘটনায় ছ'জন মারা গিয়েছেন এবং জখম হয়েছে কমপক্ষে ১৫ জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে

আরও পড়ুনঃ

Weather News: সকাল থেকেই মুখভার আকাশের, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের এই স্থানগুলিতে

লক্ষ্মীবারে কলকাতা -সহ দেশের চার মেট্রো শহরে পেট্রোল আর ডিজেলের দাম রইল, জানতে ক্লিক করুন এখানে

লোকসভা নির্বাচনের ডঙ্কা বাজাল কংগ্রেসের অ্যানিমেটেড ভিডিও, মোদী-শাহকে কটাক্ষ করে রাহুলের গান

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!