কেন্দ্রীয় সরকার ৩৭০ ধারা বাতিল করার পর থেকে এই ধারা বাতিলের পক্ষে-বিপক্ষে অনেক বিতর্ক হয়েছে। অনেকেই নিজের মতো করে সরকারের এই পদক্ষেপের ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু সবাইকে ছাপিয়ে গেলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র সঞ্জয় ঝা। ৩ বিএইচকে-র ফ্ল্যাট অর্থাৎ তিন বেডরুমের ফ্ল্যাটের সঙ্গে তিনি জম্মু কাশ্মীরের তুলনা করলেন। তার এই অদ্ভূত ব্যাখ্যায় নেটিজেনদের মাথা চুলকানো ছাড়া গতি রইল না। এমনকী সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করল ৩ বিএইচকে-র ফ্ল্যাট।
থ্রিবিএইচকে-র ফ্ল্যাট ব্যাখ্যা
সঞ্জয় ঝা টুইট করে লেখেন, 'আপনার একটি ৩ বিএইচকের ফ্ল্যাট রয়েছে। এবার আপনি এটা সংস্কার করতে পারেন, একটা বেডরুম ভেঙে দুটো বানাতে পারেন। আকার একই থাকবে। এবং এটা আপনারই থাকবে। কিন্তু এই পরিবর্তনের কাজটা যদি পরিবারের বাকি সদস্যদের সম্মতি না নিয়ে করেন, তাহলে কি তারা খুশি হবে?'
থ্রিবিএইচকে-র প্রতিক্রিয়া
সঞ্জয়ের এই ৩ বেডরুমের ফ্ল্যাটের ব্যাখ্যার অদ্ভূত অদ্ভূত উত্তরও এসেছে। কেউ বলেছেন, ফ্ল্যাটের বাসিন্দারা ওই ফ্ল্যাটের ভিত ভেঙে অন্য বাঙলোতে জুড়ে দিতে চেয়েছিল। আর তখনই সোশাইটির চেয়ারম্যান অমিত শাহ নাক গলিয়েছেন। কেউ বলেছেন গত লোকসভা ভোটেই বিজেপি সরকার স্মতি পেয়ে গিয়েছেন। আবার কেউ বলেছেন মুম্বইয়ের মতো শহরে যেখানে স্থান সঙ্কুলানের বড় অভাব সেখানকার কেউ কি ৩ বেডরুমের ফ্ল্যাটের যুক্তি আদৌ বুঝতে পারবেন?
সঞ্জয়ের উত্তর
পরে তিনি এই বিষে আরও বেশ কয়েকটি টুইট করেছেন। দাবি করেন, দ্বিতীয় মোদী সরকারের কয়েক মাসের মধ্যেই তাদের পক্ষে ভোট দেওয়া অনেকেরই মোহভঙ্গ হয়েছে। একইসঙ্গে বলেন মোদী ভক্তদের বুদ্ধি খুবই কম। তাই তাঁর ব্যাখ্যা বুঝতে অসুবিধা হয়েছে। মঙ্গলবার সকালে আরও একটি টুইটে তিনি বলেন, 'আমার ৩বিএইচকে গতকাল ট্রেন্ড করেছে। মনে হচ্ছে একটা সহজ ব্যাখ্যাই মোদী ভক্তদের স্নায়ুতে চাপ ফেলেছে।'