Bihar SIR case: 'আধার কার্ড আইনত স্বীকৃত নথি', ভোটার তালিকা মামলার দুটি নির্দেশ সুপ্রিম কোর্টের

Published : Aug 14, 2025, 05:16 PM IST
supreme court

সংক্ষিপ্ত

বিহারের ভোটার তালিকার নিবির সমীক্ষা ইস্যেতে মামলায় সুপ্রিম কোর্ট দুটি বড় নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ অগস্ট অর্থাৎ শুক্রবার। 

বিহারের ভোটার তালিকার নিবির সমীক্ষা ইস্যেতে মামলায় সুপ্রিম কোর্ট দুটি বড় নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ অগস্ট অর্থাৎ শুক্রবার। তবে তার পূর্বেই বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম প্রকাশ করতে হবে। অন্যদিকে সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বাদ পড়ারা পুনর্বিবেচনার আর্জি জানাতে পারবেন। সেক্ষেত্রে আধার কার্ডকেই প্রামাণ্য নথি হিসেবে জমা দিতে পারেন। নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি বের করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আধার কার্ড ইস্যুতে সুপ্রিম কোর্টের মন্তব্যঃ

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, 'আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসেবে ও পরিচয়পত্র হিসেবে আইনত স্বীকৃত একটি নথি। সেক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন?' এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কোনও রকম সমস্যা হলে নাগরিকরা পরচ ও বাসস্থানের প্রমাণ হিসেবে এই কার্ড নিয়ে নির্বাচনী অফিসারদের দ্বারস্থ হতে পারেন।

বাদ পড়া ৬৫ লক্ষ ভোটার-

বিহারের ভোটার তালিকা থেকে যে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে সেই ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশ মঙ্গলবার, ১৯ অগস্ট বিকেল ৫টার মধ্যে ওয়েবসাইটে নামের তালিকা প্রকাশ করতে পারে। অন্তর্বর্তী নির্দেশ দিয়ে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। শীর্ষ আদালতের নির্দেশ, ২০২৫ সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, অথচ খসড়া তালিকায় নাম নেই। তাদের সকলের নাম য়েন জেলাস্তরের ওয়েবসাইটে থাকে। একই সঙ্গে কী কারণে তাদের নাম বাদ গিয়েছে তারও উল্লেখ জেলাস্তরের ওয়েবসাইটে থাকতে হবে। এই প্রসঙ্গে স্থানীয় সংবাদপত্র ও চ্যানেলগুলিতে ব্যাপতভাবে প্রচার করতে হবে। সমাজমাধ্যমেই বিজ্ঞপ্তি দিয়ে জেলা প্রশাসন এই তথ্য দিতে পারে।

অন্যদিকে নির্বাচন কমিশন জানতে চেয়েছে, ২০০৩ সালের ভোটার তালিকার নিবিড় সমীক্ষায়ে কী কী গুরুত্বপূর্ণ নথি হিসেবে ধরা হয়েছিল, কী পদ্ধতিতে সেই কাজ হয়েছিল তাও জানাতে হবে নির্বাচন কমিশনকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ অগস্ট।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়