অভিযাত্রী মৃত্যুর ঢল মে মাসের হিমালয়ে, এভারেস্ট নিল আরও দুই প্রাণ

arka deb |  
Published : May 25, 2019, 04:39 PM IST
অভিযাত্রী মৃত্যুর ঢল মে মাসের হিমালয়ে, এভারেস্ট নিল আরও দুই প্রাণ

সংক্ষিপ্ত

এপ্রিল থেকে অগস্ট, এই পাঁচ মাস হল পর্বতারোহীদের পৌষমাস। দেশ বিদেশের অভিযাত্রীরা অভিযানের জন্যে এই সময়কেই আদর্শ বলে মনে করে নেন।

এপ্রিল থেকে অগস্ট, এই পাঁচ মাস হল পর্বতারোহীদের পৌষমাস। দেশ বিদেশের অভিযাত্রীরা অভিযানের জন্যে এই সময়কেই আদর্শ বলে মনে করে নেন। অ্যাডভেঞ্চারের নেশায় মৃত্যুর সঙ্গে জুয়ে খেলেন । এই অসম লড়াইতেই প্রাণ গিয়েছিল  বাংলার বিপ্লব বৈদ্য ও কুন্তল কাঁড়ারের। কাঞ্চনজঙ্ঘা তাঁদের প্রাণ কেড়ে নিয়েছিল। মাকালু অভিযানে গিয়ে প্রাণ গিয়েছে বাঙালি অভিযাত্রী দীপঙ্কর ঘোষ। এবার মৃত্যুর খবর এল পৃথিবীর সর্বেোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট থেকে।

গত শুক্রবার এভারেস্টে ৭০০০ মিটার উচ্চতায় মৃত্যু হল আইরিশ নাগরিক কেভিন হায়ান্সের।  এদিন মৃত্যু সংবাদ  এসেছে ৪৬ বছর বয়েসি ব্রিটিশ নাগরিক রবিন ফিশারেরও।  গত সপ্তাহে আইরিশ নাগরিক সিমুস ললেস মারা গিয়েছিলেন গত সপ্তাহে। তাঁর দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি।


প্রসঙ্গত গত বছর এভারেস্ট কেড়েছিল  প্রায় কুড়িটি প্রাণ। ৮০৭ জন  অভিযাত্রী এ যাবৎ উঠেছেন এভারেস্টে। পুজোর প্যান্ডেলের ম ত ভীড় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে। স্বাভাবিক ভাবেই হয়ত আরও অনেক দুঃসংবাদের মুখোমুখি হতে হবে গোটা পৃথিবীকে।

PREV
click me!

Recommended Stories

ডিমে নাইট্রোফিউরান? গোটা দেশেই নমুনা সংগ্রহ করে ডিম পরীক্ষা করবে FSSAI
দুধ,পনির, খোয়ায় ভেজাল! দুগ্ধজাত পণ্য়ের ভেজাল রুখতে বড় অভিযানেপ নির্দেশ FSSAI-র