অভিযাত্রী মৃত্যুর ঢল মে মাসের হিমালয়ে, এভারেস্ট নিল আরও দুই প্রাণ

  • এপ্রিল থেকে অগস্ট, এই পাঁচ মাস হল পর্বতারোহীদের পৌষমাস।
  • দেশ বিদেশের অভিযাত্রীরা অভিযানের জন্যে এই সময়কেই আদর্শ বলে মনে করে নেন।
arka deb | Published : May 25, 2019 11:09 AM IST

এপ্রিল থেকে অগস্ট, এই পাঁচ মাস হল পর্বতারোহীদের পৌষমাস। দেশ বিদেশের অভিযাত্রীরা অভিযানের জন্যে এই সময়কেই আদর্শ বলে মনে করে নেন। অ্যাডভেঞ্চারের নেশায় মৃত্যুর সঙ্গে জুয়ে খেলেন । এই অসম লড়াইতেই প্রাণ গিয়েছিল  বাংলার বিপ্লব বৈদ্য ও কুন্তল কাঁড়ারের। কাঞ্চনজঙ্ঘা তাঁদের প্রাণ কেড়ে নিয়েছিল। মাকালু অভিযানে গিয়ে প্রাণ গিয়েছে বাঙালি অভিযাত্রী দীপঙ্কর ঘোষ। এবার মৃত্যুর খবর এল পৃথিবীর সর্বেোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট থেকে।

গত শুক্রবার এভারেস্টে ৭০০০ মিটার উচ্চতায় মৃত্যু হল আইরিশ নাগরিক কেভিন হায়ান্সের।  এদিন মৃত্যু সংবাদ  এসেছে ৪৬ বছর বয়েসি ব্রিটিশ নাগরিক রবিন ফিশারেরও।  গত সপ্তাহে আইরিশ নাগরিক সিমুস ললেস মারা গিয়েছিলেন গত সপ্তাহে। তাঁর দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি।

Latest Videos


প্রসঙ্গত গত বছর এভারেস্ট কেড়েছিল  প্রায় কুড়িটি প্রাণ। ৮০৭ জন  অভিযাত্রী এ যাবৎ উঠেছেন এভারেস্টে। পুজোর প্যান্ডেলের ম ত ভীড় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে। স্বাভাবিক ভাবেই হয়ত আরও অনেক দুঃসংবাদের মুখোমুখি হতে হবে গোটা পৃথিবীকে।

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News