মুসলিম দম্পতিকে জয় শ্রীরাম বলতে বাধ্য করার অভিযোগ, চলল যৌন হেনস্তাও

Published : Oct 07, 2019, 01:38 PM ISTUpdated : Jan 28, 2020, 05:25 PM IST
মুসলিম দম্পতিকে জয় শ্রীরাম বলতে বাধ্য করার অভিযোগ, চলল যৌন হেনস্তাও

সংক্ষিপ্ত

মুসলিম দম্পতিকে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টার অভিযোগ সেই সঙ্গে ব্যক্তির স্ত্রীকে যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয় তাদের ১৮ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত

ফের জয় শ্রীরাম বলতে বাধ্য করার অভিযোগে উত্তেজনা ছড়াল রাজস্থানের আলওয়ারে। হরিয়ানার মুসলিম দম্পতিকে আলোয়ারে এই ঘটনার সম্মুখীন হতে হয় বলে জানা গিয়েছে।

রবিবার এই ঘটনায় দুজনকে পুলিশ গ্রেফতার করে। অভিযুক্তদের রবিবার গ্রেফতারের পরেই আদালতে তোলা হয়। তাদের আগামী ১৮ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।   

রান্নায় পেঁয়াজ খাওয়া বন্ধ করলেন হাসিনা, ভারতের সিদ্ধান্তে বেজায় বিপাকে বাংলাদেশ

জানা গিয়েছে, শনিবার রাত ১১.৩০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে, যখন আলোয়ার বাস স্ট্যান্ডে ওই মুসলিম দম্পতি বাসের জন্য অপেক্ষা করছিলেন। বাইকে করে এসে দুজন ব্যক্তি তাদের পথ আটকায় এবং তাদের উত্যক্ত করতে শুরু করে। তাদের জয় শ্রীরাম উচ্চারণ করতে বাধ্য করতে থাকে। সেই সঙ্গে ওই মহিলাকে যৌন হেনস্তার মুখেও পড়তে হয়। 

সূত্রের খবর অনুযায়ী আরও জানা যায়, অভিযুক্ত দুই ব্যক্তির বয়স যথাক্রমে ২৩ এবং ৩২। এবং তাদের নাম বংশ ভরদ্বাজ এবং সুরেন্দ্র ভাটিয়া। তাদের মধ্যে সুরেন্দ্র সে রাতে মদ্যপ অবস্থায় ছিল।   

PREV
click me!

Recommended Stories

দিল্লি আর হরিয়ানা শীতের ইনিংসে হারিয়ে দিল শিমলাকে, গুরুগ্রামের পারদ নেমেছে ০ ডিগ্রিতে
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের অপেক্ষার শেষ কবে? তবে মোট বকেয়ার পরিমান কত হবে জানেন?