কেঁপে উঠল কানপুর, মসজিদের কাছে পার্ক করা ২টি স্কুটিতে বিস্ফোরণ, আহত আট

Published : Oct 09, 2025, 08:02 AM ISTUpdated : Oct 09, 2025, 08:48 AM IST
blast

সংক্ষিপ্ত

কানপুরের মেস্টন রোডে মসজিদের পাশে পার্ক করা দুটি স্কুটারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফরেনসিক ও এটিএস দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং এটি কোনও বড় ষড়যন্ত্র নাকি দীপাবলির আতশবাজির জন্য বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে।

উত্তরপ্রদেশের ফারুখাবাদের পর এবার বিস্ফোরণের ঘটনা কানপুরে। ঘটনাটি ঘটেছে মেস্টন রোডের মুলগঞ্জে। ভয়াবহ বিস্ফোরণটি ঘটেছে গতকাল রাতে। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে সমস্ত এলাকায়। হঠাৎ কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।

মসজিদের পাশে পার্ক করে রাখা দুটি স্কুটারে বিস্ফোরণটি হয়। ঘটনায় জখম হয়েছে বহু। রিপোর্ট অনুসারে, বিস্ফোরণের পর আটজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ মধ্যে একজন মহিলা ও বাকিরা পুরুষ। জানা গিয়েছে, আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের লখনউ-তে পাঠানো হয়েছে।

ঘটনার পর রাতেই বিস্ফোরণস্থলে পৌঁছায় ফরেনসিক টিম। বোম্ব স্কোয়াড এবং এটিএসটিম পৌঁছায়। তারা জানিয়েছেন,দুটি স্কুটিই বিস্ফোরক বহন করছিল। আপাতত পুরো সিল করা হয়েছে। কর্ত-পক্ষ রাত থেকেই তদন্ত শুরু করেছে। বিস্ফোরণটি একটাই তীূ্প ছিল যে শব্দ অনেক দূর থেকে শোনা গিয়েছিল। এই শব্দের জেরে আশপাশের অনেক দোকানের সিলিং ধসে পড়ে।

আপাতত চলছে ঘটনার তদন্ত। স্কুটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিপি রাজীব কৃষ্ণ। ফরেন্সিক টিমকে দ্রুত রিপোর্ট জমা দিতে বলেন। এটিএশের দুই দল দখনউ থেকে কানপুর পৌঁছায়। ঘটনাস্থল থেকে পাওয়া বিস্ফোরক পদার্থ পরীক্ষা চলছে। খতিয়ে দেখা হচ্ছে বিস্ফোরণটি কোনও বড় ষড়যন্ত্র নাকি দীপাবলিতে আতশবাজি তৈরির জন্য স্কুটির ভিতর কোনও বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। আপাতত চলছে তদন্ত।

উত্তরপ্রদেশের ফারুখাবাদের পর এবার বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। কী কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জানা যায়, মসজিদের পাশে পার্ক করে রাখা দুটি স্কুটারে বিস্ফোরণটি হয়। কিন্তু, তা ইচ্ছাকৃত ভাবে ঘটানো হল নাকি দীপাবলিতে আতশবাজি তৈরির জন্য স্কুটির ভিতরে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে চলছে তদন্ত। ঘটনায় আহত হয়েছেন ৮ জন। তার মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today live News: উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট
নৈশক্লাবের মালিক দুই ভাইয়ের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস, বিদেশ মন্ত্রকের দ্বারস্থ গোয়া সরকার