রাজধানীতে নাশতকার বড় ষড়যন্ত্র, গোপনসূত্রের খবরে সন্দেহভাজন দুই জইশ জঙ্গিকে আটক করল পুলিশ

Published : Nov 17, 2020, 10:55 AM ISTUpdated : Nov 17, 2020, 11:20 AM IST
রাজধানীতে নাশতকার বড় ষড়যন্ত্র, গোপনসূত্রের খবরে সন্দেহভাজন দুই জইশ জঙ্গিকে আটক করল পুলিশ

সংক্ষিপ্ত

দিল্লিতে বড়সড় হামলার ষড়যন্ত্র গোপনসূত্রে খবর পেয়েই পুলিশি তল্লাশি সোমবার রাতে আটক দুই  সন্দেহভাজন দুই জইশ জঙ্গিকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ

দিল্লিতে বড়সড় নাশকতার পরিকল্পনা ফাঁস। গোপন সূত্রে খবর পেয়েই সোমবার দিনভর তল্লাশি চালায় দিল্লি পুলিশ। অবশেষে রাত দশটা ১৫ মিনিট নাগাদ দুই সন্দেহভাজন জইশ জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ এক বড় সাফল্য। নয়তো অনেক বড় বিপদের মুখে পড়তে হত রাজধানী দিল্লিকে। বর্তমানে তাদের রাখা হয়েছে পুলিশের স্পেশাল সেলে। 

আরও পড়ুন- বিজেপি-তে গিয়েও পিছু ছাড়লো না মামলা, মুকুল রায়কে ফের নোটিস ইডির

ঠিক কী কারণে এই নাশকতা, কোথায় কোথায় কী কী পরিকল্পনা করা হয়েছে, তাদের দলে আর কেউ আছে কি না, এই সবই এখন জিাসাবাদের মধ্য দিয়ে বার করার চেষ্টায় তৎপর পুলিশ। অনেক বড় বিপদ আটকানো সম্ভব হয়েছে বলে পুলিশ কর্তার দাবি। তাদের কথায়- এই দুই জঙ্গি  জম্মু-কাশ্মীরে থাকেন। দু’টি সেমি অটোম্যাটিক  পিস্তল এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে তাদের কাছল থেকে। 

 

এই দলের সঙ্গে জড়িত আর কেউ দিল্লিতে রয়েছে কি না তাও খুঁজে দেখছে পুলিশ। ওই দুই সন্দেহভাজনের নাম আব্দুল লতিফ  মির ও মহম্মদ  আশরফ  খতানা। বর্তমানে সম্পূর্ণ বিষয়টার মূল্যায়ণ করে দেখছে পুলিশ অধিকর্তারা। এই নিয়ে চলতি বছরে একাধিকবার নাশকতার প্ল্যান বানচাল করেছে দিল্লি পুলিশ। আরও একবার প্রশ্ংসার মুখে পুলিশ ফোর্স। 

PREV
click me!

Recommended Stories

World Inequality Report 2026: ভারতে মধ্যবিত্ত শ্রেণী নিয়ে বাড়ছে উদ্বেগ! বিশ্ব বৈষম্য প্রতিবেদন ২০২৬ রিপোর্ট জানাচ্ছে ভয়ঙ্কর তথ্য
জাতীয় জনগণনার জন্য কী কী কাগজ হাতে রাখবেন? শুরু হচ্ছে ২০২৬-এর ফেব্রুয়ারি থেকে