
সারে তিন বছরের শিশুকে যৌন নির্যাতন! অভিযোগ নিতেই চাইল না পুলিশ। প্রায় ১১ ঘণ্টা বসিয়ে রাখল শিশুর বাবা-মা-কে। থানের কিন্ডার গার্ডেনে ঘটেছে এমনই ঘটনা। দুই শিশুর উপরে চালানো হয়েছে যৌন নির্যাতন। চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে পুলিশের উপরে।
অপরাধীদের ফাঁসি চেয়ে স্কুলে ভাঙচুড় চালিয়েছেন অভিভাবক ও বিক্ষুব্ধ জনতারা। শুধু তাই নয়, ঘণ্টার পর ঘণ্টা রেল অবরোধ করেছেন অভিভাবকেরা। পরিস্থিতি সামাল দিতে না পেরে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। সাড়ে তিন বছর ও চার বছরের দুই শিশুকে যৌন নির্যাতন করে স্কুলেরই এক পরিচারক।
ঘটনাটি ঘটেছে চলতি মাসের ১৩ অগস্ট। কিন্তু ঘটনাটি জানাজানি হয় পরের দিন। এরপর পরিচারকের কথা ফাঁস করে দেন শিশুটি। এরপর মেডিক্যাল টেস্টে হাইমেন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়। যারপরেই ব্যাপক বিক্ষোভ শুরু হয়ে যায় স্কুলে। এরপর ১৬ অগস্ট ওই শিশুর অভিভাবক যখন পুলিশে অভিযোগ জানান, তখন তাদের ১১ ঘণ্টা বসিয়ে রাখে পুলিশ।
বিষয়টি জানাজানি হতেই মহারাষ্ট্রের বিধানসভার বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তিয়ার জানান, 'সাড়ে তিন বছর বা চার বছরের শিশুদের সঙ্গে এমন ঘৃণ্য অপরাধ হচ্ছে আর পুলিশ মা-বাবাকে ১১ ঘণ্টা বসিয়ে রাখছে শুধু অভিযোগ নিতেই… কোনও কি মানবতা নেই? আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। যে মহিলা পুলিশকর্মী অভিযোগ নিতে দেরি করেছেন, তাঁকে সাসপেন্ড করার দাবি জানিয়েছি।'
তবে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ২৩ বছরের অভিযুক্তকে। সাসপেন্ড করা হয়েছে তিন পুলিশকর্মীকে। কর্তব্য গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁদের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।