
IT Firm Manager Gang-raped: মহিলা এগজিকিউটিভ, তাঁর স্বামী, সিইও আছেন বলে অফিস পার্টির পর তাঁদের গাড়িতে উঠতে রাজি হয়েছিলেন তথ্য-প্রযুক্তি সংস্থার ম্যানেজার। তিনি দুঃস্বপ্নেও ভাবতে পারেননি এই গাড়িতে লিফট নেওয়ার জন্য তাঁকে কী ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে। তাঁকে বাড়িতে ছেড়ে দেওয়ার কথা বলে চলন্ত গাড়িতেই গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন, রাস্তায় এক জায়গায় গাড়ি থামিয়ে সিইও ও এগজিকিউটিভ নেশার দ্রব্য কেনেন। ধূমপানের সেই দ্রব্য নির্যাতিতাকেও দেওয়া হয়। তিনি ধূমপান করার পরেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। তিনি যখন আংশিক সংজ্ঞা ফিরে পান, তখন বুঝতে পারেন, সংস্থার সিইও তাঁকে যৌন হেনস্থা করছেন। এরপর মহিলা এগজিকিউটিভের স্বামীও তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। নির্যাতিতার আরও অভিযোগ, ভোর পাঁচটা নাগাদ তাঁকে বাড়িতে নামিয়ে দেওয়া হয়। তিনি সম্পূর্ণ সংজ্ঞা ফিরে পাওয়ার পর দেখতে পান, তাঁর কানের দুল, মোজা, অন্তর্বাস নেই। তাঁর গোপনাঙ্গে আঘাতও দেখতে পান।
এই গণধর্ষণের অভিযোগ উঠেছে রাজস্থানের (Rajasthan) উদয়পুরে (Udaipur)। পুলিশ জানিয়েছে, ২০ ডিসেম্বর রাতে এক হোটেলে পার্টি আয়োজন করা হয়। সেদিন রাত ন'টা নাগাদ পার্টিতে পৌঁছন নির্যাতিতা। তিনি রাত দেড়টা পর্যন্ত ওই হোটেলে ছিলেন। এরপর অতিথিরা বিদায় নিচ্ছেন দেখে তিনিও বাড়ি ফেরার উদ্যোগ নেন। সেই সময় তাঁকে লিফট দেওয়ার কথা বলেন সিইও, মহিলা এগজিকিউটিভ ও তাঁর স্বামী। নির্যাতিতার প্রথমে সন্দেহ হয়নি। তাঁদের গাড়িতে উঠতে রাজি হন। কিন্তু সেই গাড়িতেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গয়াল জানিয়েছেন, যে রাতে এই ঘটনা ঘটে, তার পরদিন সকালে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত সিইও জয়েশ, এগজিকিউটিভ শিল্পা ও তাঁর স্বামী গৌরবকে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িতে যে ক্যামেরা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।