Suvendu Adhikari: রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি উত্তরপ্রদেশ সরকারের (Uttar Pradesh Government) অনুকরণে এনকাউন্টারের পক্ষে সওয়াল করেছেন।

DID YOU
KNOW
?
রাজ্যে নারী নির্যাতন
রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণ, গণধর্ষণ, যৌন নির্যাতনের অভিযোগ উঠছে। এই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।

Odisha medical student rape: রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, গণধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) অনুকরণে এনকাউন্টারের পক্ষে সওয়াল করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেছেন, ‘জলপাইগুড়ির রাজগঞ্জের বানিয়াপুর এলাকায় বছর দুই আগে একটি মেয়ের ধর্ষণ হয়। সেই ঘটনায় অভিযুক্তের ফাঁসির সাজা দেওয়া হয়। কিন্তু তা এখনও কার্যকর হয়নি। অভিযুক্তকে জমা নিয়েই খরচ করা উচিত।’ দুর্গাপুরে ওড়িশার এক ডাক্তারি পড়ুয়াকে (Odisha Medical Student Rape Case) গণধর্ষণের ঘটনা নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এর আগে কলকাতার কসবা আইন কলেজে এক পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। রাজ্যে আরও একাধিক জায়গায় ধর্ষণের অভিযোগ উঠেছে। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু।

মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিরোধী দলনেতার

রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন বারবার মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, 'লাগাতার এই ধরনের ঘটনা ঘটছে। কেন বারবার এমন ঘটনা ঘটছে? মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন। কিন্তু এখন কিছু বলেন না। সব জায়গায় জল জমলে উনি ডিভিসি-র জল ছাড়াকে দেখতে পান। কিন্তু কসবার ঘটনা থেকে এখনও নারী নির্যাতনের বিরুদ্ধে কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী। দুই ছাত্রীর উপর নির্যাতনের ঘটনায় চুপ কেন? কথায় কথায় তিনি সাংবাদিক বৈঠক করেন। এখন নীরব কেন?'

দুর্গাপুরের ঘটনার প্রতিবাদ

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনার নিন্দা করে শুভেন্দু বলেছেন, 'পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় সমস্যা নারী নির্যাতন। কসবা ঘটনার পর আমরা রাজ্যে ১৪টি কন‍্যা সুরক্ষা যাত্রা করেছি। যোগী আদিত্যনাথ, দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis), হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma), চন্দ্রবাবু নাইডুর (N Chandrababu Naidu) মতো সক্রিয় পদক্ষেপ করতে হবে।' রাজ্যে নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।