১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে পেনশনের নিয়ম! সরকারি কর্মীদের জন্য জারি হচ্ছে নয়া নিয়ম

ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় এই সিস্টেম চালু হচ্ছে। যে সমস্ত কর্মী ইতিমধ্যেই এই সিস্টেমের অধীনে নাম রেজিস্টার করিয়েছেন তারাই একমাত্র এর সুবিধা পাবেন।

 

Deblina Dey | Published : Jan 28, 2025 8:49 AM
110

১ এপ্রিল থেকে কার্য হচ্ছে এই নিয়ম। ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় এই সিস্টেম এক সেরা বিকল্প হয়ে উঠছে।

210

ওপিএস-এর খামতিগুলি পূরণ করতেই সাধারণত এই সিস্টেম চালু করেছে কেন্দ্র। যাতে কর্মীদের অবসরের পরেও আর্থিক নিরাত্তা বজায় থাকে।

310

কয়েকদিনের মধ্যেই পেশ হতে চলেছে বাজেট।আর বাজেট পেশ করার আগেই পেনশনভোগীদের জন্য এক বিশেষ ঘোষনা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

410

জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইউনিফায়েড পেন শন সিস্টেম চালু করতে চলেছে কেন্দ্র।

510

যে সব কেন্দ্রীয় সরকারি কর্মীয়া UPS চালু হওয়ার আগেই অবসরে যাবেন, তাঁরাও এই স্কিমের অধীনে থাকবেন।

610

এই স্কিমের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের পর একটি নির্দিষ্ট অঙ্কের পেনশন দেবে সরকার।

710

যে সমস্ত কর্মী ইতিমধ্যেই এই সিস্টেমের অধীনে নাম রেজিস্টার করিয়েছেন তারাই একমাত্র এর সুবিধা পাবেন।

810

এই স্কিমের আওতায় আসা কর্মীরা একটি নির্দিষ্ট অঙ্কের পেনশন প্রতি মাসে পাবেন।

910

এর ফলে তারা প্রভিডেন্ট এর ফান্ডের সুদের হার অনুসারে বকেয়া টাকা এরিয়ার হিসেব মিলবে।

1010

এছাড়াও মাসিক টপআপের সুবিধাও পাবেন কর্মীরা। অ্যানুইটি উইথড্রলের পরেও এই টপআপের সুবিধা পাবেন কর্মীরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos