কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। যা নিয়ে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ করা শুরু হয়েছে।
210
কেন্দ্রীয় সরকারে প্রস্তাব
কেন্দ্রীয় সরকারের সরকারি কর্মচারি ও পেনশনভোগী কনফেডারেশন কেন্দ্রের কাছে যে প্রস্তাব দিয়েছে তাতেই বদলে যেতে পারে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ।
310
কর্মীদের প্রস্তাব
১২ মাসের গড়ের পরিবর্তে তিন মাসের গড় ধরে সকলের ক্ষেত্রেই মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণের হিসেব করা উচিত৷
410
প্রস্তাব অনুযায়ী
মহার্ঘ ভাতার হিসেবের পদ্ধতিতে পরিবর্তন এমনভাবেই করতে হবে যাতে অন্যান্য সরকারি খাতের কর্মারাও ব্যাঙ্ক এবং এলআইসি কর্মীদের মতো প্রতি তিন মাস অন্তর প্রকৃত মূল্যবৃদ্ধি অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ ডিএ বা ডিআর পান৷
510
ব্যাঙ্ক কর্মী ও এলআইসি কর্মীদের জন্য
DA = { (AICPI এর গড় (বেস ইয়ার ২০০১=১০০) গত ৩ মাসের জন্য – ১২৬.৩৩)/১২৬.৩৩ } x ১০০
610
অন্যান্য সরকারি কর্মীদের জন্য
DA = { (AICPI-এর গড় (বেস ইয়ার ২০১৬=১০০) গত ১২ মাসের জন্য – ১১৫.৭৬)/১১৫.৭৬ } x ১০০
710
কর্মীদের দাবি
মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণের হিসেব করার পদ্ধতিতে অভিন্নতা আনার ওপর গুরুত্ব আরোপ করে চিঠিতে লেখা হয়েছে, প্রতি তিন মাস অন্তর ব্যাঙ্কিং কর্মীদের ডিএ পরিবর্তন করা হয়
810
সরকারি কর্মীদের লোকসান
ছয় মাসে ০.৯ শতাংশ ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন অন্যান্য খাতের কেন্দ্রীয় সরকারি কর্মীরা৷ ব্যাঙ্ক এবং এলআইসি কর্মীরা যেভাবে 'পয়েন্ট টু পয়েন্ট' ডিএ পান, সব ক্ষেত্রেই একইভাবে ডিএ বা ডিআর পাওয়া উচিত৷
910
কেন্দ্রীয় সরকারের বক্তব্য
সূত্রের খবর এখনও কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে কিছুই বলেনি। তবে সব বিষয় নিয়ে আলোচনা চলছে।
1010
অষ্টম বেতন কমিশন
২০২৬ সালে লাগু করা হতে অষ্টম বেতন কমিশন। যার সুপারিশ করা হয়েছে সদ্যই।