বাজেট পেশ পয়লা ফেব্রুয়ারি, তার আগেই ৪০ জন অর্থনীতিবিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

Published : Jan 09, 2020, 11:19 AM ISTUpdated : Jan 09, 2020, 11:21 AM IST
বাজেট পেশ  পয়লা ফেব্রুয়ারি, তার আগেই  ৪০ জন অর্থনীতিবিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

সংক্ষিপ্ত

  বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৩১ জানুয়ারি ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেবন অর্থমন্ত্রী তার আগে শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী  

আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবারের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৩১ জানুয়ারি। চলবে এপ্রিল পর্যন্ত। প্রথম ভাগের বাজেট সেশনের সময়কাল ২১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ভাগে বাজেট সেশনের সময় ২ মার্চ থেকে ৩ এপ্রিল।

প্রথা মেনেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে দেশের আর্থিক সমীক্ষা তুলে ধরবেন তিনি। 

সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি বৈঠক বসেই বাজেট অধিবেশনের দিন স্থির করেছে। যার নেতৃত্বে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী আর্থিক অবস্থা। 

এদিকে আবেজট অধিবেশনের আগে বৃহস্পতিবার দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতি আয়োগে অনুষ্ঠিত হবে এই বৈঠক। 

বাজেটের আগে প্রিতবারই এই বৈঠক করে কেন্দ্রীয় সরকার। গত জুন মাসে দেশের সেরা ৪০ জন অর্থনীতিবিদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মন্দা ও তার ফলে সৃষ্টি হওয়া বেকারত্বের পরিস্থিতি মোকাবিলাই এবার প্রধান চ্যালেঞ্জ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে।

চলতি অর্থবর্ষে জিডিপি-র হার দাঁড়িয়েছে ৫ শতাংশ। যা গত ১১ বছরের মধ্যে সবচেয়ে কম। এই অবস্থায় মনে করা হচ্ছে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী অর্থনীতিকে চাঙ্গা করতে আয়করে ছাড় বা পরিকাঠামোয় অধিক বিনিয়োগের মতো পদক্ষেপ নিতে পারেন। 

PREV
click me!

Recommended Stories

মেসির ইভেন্টে সুপার সানডে মুম্বইতে, শচীন জার্সি উপহার দিয়ে লিখলেন 'দিনটা ছিল ১০/১০ '
নিতিন নবীনের নিয়োগ নিয়ে কটাক্ষ বিরোধীদের, কংগ্রেস বলল প্রক্রিয়ার অভাব