Budget 2024: হালুয়া খাইয়ে কর্মীদের ৬ দিনের জন্য 'লক-ইন' করলেন নির্মলা, জানুন বাজেটের অবাক করা রীতি

অনুষ্ঠান চলাকালীন অর্থমন্ত্রকের রান্নাঘরে একটি বড় লোহার কড়ায় হালুয়া তৈরি হয়। রীতি মেনেই তা নির্মলা সীতারমণ তাতে হাত লাগান। পরে তা পরিবেশন করেন।

 

Saborni Mitra | Published : Jul 16, 2024 2:43 PM IST / Updated: Jul 16 2024, 08:15 PM IST

ঐতিহ্যবাহী হালুয়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় বাজেট চূড়ান্ত করার প্রস্তুতি প্রক্রিয়ার অন্যতম অঙ্গ হল এই হালুয়া অনুষ্ঠান। মঙ্গলবার সন্ধ্যায় নতুন দিল্লির নর্থ ব্লকে কেন্দ্র অর্থমন্ত্রকের দফতরে অনুষ্ঠিত হয় হালুয়া অনুষ্ঠানে। প্রাচীন প্রথা মেনেই সেখানে একটি লোহার কড়ায় তৈরি হল হালুয়া। যা সকলকে পরিবেশন করে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। এই অনুষ্ঠানে অর্থমন্ত্রকের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও যারা বাজেট তৈরি করছেন তারা উপস্থিত থাকেন। এটি একটি প্রথাগত অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পরই যারা বাজেট তৈরি করছেন তাদের সঙ্গে প্রায় এক সপ্তাহের জন্য প্রায় নির্বাসিতের মত দিন কাটাতে হয়।

অনুষ্ঠান চলাকালীন অর্থমন্ত্রকের রান্নাঘরে একটি বড় লোহার কড়ায় হালুয়া তৈরি হয়। রীতি মেনেই তা নির্মলা সীতারমণ তাতে হাত লাগান। পরে তা পরিবেশন করেন। চলে আসা প্রথা অনুযায়ী যারা বাজেট প্রক্রিয়ার সঙ্গে কোনও না কোনভাবে যুক্ত রয়েছেন তাদের সকলেই এই ভারতীয় মিষ্টি পরিবেশন করা হয়। নিয়ম অনুযায়ী অর্থমন্ত্রী যতক্ষণ পর্যন্ত বাজেট পেশ না করবেন ততক্ষণ সকল কর্মীকে অর্থমন্ত্রকেরই থাকতে হবে। দিল্লিতে এই প্রক্রিয়াকে অনেকেই 'লক-ইন' প্রক্রিয়া বলে থাকেন।

Latest Videos

 

 

'লক-ইন' প্রক্রিয়ার মূল কারণই বাজেট গোপণীয়তা বজায় রাখা। সংসদে চূড়ান্তভাবে বাজেট পেশ না হওয়া পর্যন্ত যাতে কোনও ভাবেই বাজেট ফাঁস না হয়ে যায় তার জন্য এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল প্রাচীনকাল থেকেই।

প্রধানমন্ত্রীর অনুমোদন পাওটার পরই বাজেট ছাপা হয়। গোয়েন্দা ব্যুরো প্রধান প্রক্রিয়াটির গোপনীয়তা নিশ্চিত করতে নর্থ ব্লকের বেসমেন্টে প্রিন্টিং প্রেস এলাকায় আকস্মিক পরিদর্শনও করেন।

হালুয়া অনুষ্ঠানও কয়েক দশক ধরে পালন করা হচ্ছে। ভারতীয় প্রাচীন ঐতিহ্য মেনেই এই রীতি বাজেটের অঙ্গ হয়েছে। এই রীতির উদ্দেশ্যই হল শুভ কোনও কাজ শুরুর আগে মিষ্টিমুখ করা।

সংসদে বাজেট অধিবেশন শুরু হবে ২২ জুলাই। চলবে ১২ অগাস্ট পর্যন্ত। চলতি বছর বাজেট পেশ করলে নির্মলা সীতারমণ প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী মোরারজি দেশাইের রেকর্ডকে ছাপিয়ে যাবেন। মোরারজি দেশাই অর্থমন্ত্রী হিসেবে ৫ বার বাজেট পেশ করেছিলেন। নির্মলা ৬ বার বাজেট পেশ করবেন।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
'বাংলাদেশে কেন ভাঙা হয়েছে ৫৯৬টা মন্দির?' ক্ষোভ উগরে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
Mahishmari-র চালের গোডাউনে দুঃসাহসিক চুরি! পুলিশ ক্যাম্পের নাকের ডগায় লক্ষাধিক টাকা নিয়ে চম্পট!
ভাইদের জন্য সত্য নারায়ণ মিষ্টান্নে নতুন মিষ্টির ভাণ্ডার! Singur-এ ভাই ফোঁটায় উপচে পড়া ভিড়