'বিদেশে গিয়ে লজ্জায় মুখ লুকোতে হয়!' কেন বলছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি

Published : Dec 12, 2024, 09:09 PM ISTUpdated : Dec 12, 2024, 09:25 PM IST
nitin gadkari

সংক্ষিপ্ত

দেশের বিভিন্ন রাজ্যে পথ দুর্ঘটনা রোখার জন্য সরকার-সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনবরত প্রচার করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও পথ দুর্ঘটনা রোখা সম্ভব হচ্ছে না।

আন্তর্জাতিক সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে লজ্জায় মুখ আড়াল করেন! বৃহস্পতিবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে এমনই জানালেন কেন্দ্রীয় সড়ক-পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি। তিনি বলেন, ‘আমি যখন পথ দুর্ঘটনা সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন বা আলোচনাসভায় যোগ দিতে যাই, তখন মুখ ঢেকে রাখার চেষ্টা করি। পথ দুর্ঘটনা কমার কথা ভুলে যান, আমার এ কথা স্বীকার করতে কোনও দ্বিধা নেই যে পথ দুর্ঘটনা বেড়ে গিয়েছে।’ ২০১৪ সাল থেকে সড়ক-পরিবহণ মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন গড়করি। তিনি প্রথমবার দায়িত্ব নেওয়ার সময় পথ দুর্ঘটনা ৫০ শতাংশ কমানোর লক্ষ্যের কথা জানিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকেও পথ দুর্ঘটনা রোখার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনও চেষ্টাই সফল হচ্ছে না।

উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি পথ দুর্ঘটনায় মৃত্যু

কেন্দ্রীয় সরকারের হিসেব বলছে, ভারতে প্রতি বছর পথ দুর্ঘটনায় ১.৭৮ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছেন। এর মধ্যে ৬০ শতাংশ ব্যক্তির বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় ২৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সারা দেশে উত্তরপ্রদেশেই পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। তামিলনাড়ুতে পথ দুর্ঘটনায় বার্ষিক মৃত্যুর সংখ্যা ১৮ হাজার। মহারাষ্ট্রে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ব্যক্তি। মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ব্যক্তির। শহরগুলির মধ্যে দিল্লিতে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সর্বাধিক। দেশের রাজধানী শহরে পথ দুর্ঘটনায় ১,৪০০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। বেঙ্গালুরুতে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯১৫ জন। জয়পুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮৫০ জনের।

কেন বাড়ছে পথ দুর্ঘটনা?

গড়করি জানিয়েছেন, বেপরোয়া মনোভাব, ট্র্যাফিক আইন না মানা, পরিকাঠামোর অভাবের জন্যই পথ দুর্ঘটনা বাড়ছে। আইন মেনে গাড়ি, মোটর সাইকেল না চালালে দুর্ঘটনা কমবে না বলেও মত গড়করির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Himachal Pradesh : হিমাচলে ভয়াবহ বাস দুর্ঘটনা! নিহতের আশঙ্কা বহু, চলছে উদ্ধারকাজ

উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! রাস্তাতেই ৫ জনের মৃত্যু, দেহ ময়নাতদন্তে পাঠাল পুলিশ

পশ্চিমবঙ্গেই হয় সব থেকে বেশি দুর্ঘটনা! কারণ জানিয়ে লম্বা তালিকা জমা দিল খড়গপুর IIT

PREV
click me!

Recommended Stories

যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল
৭ রাজ্যে SIR প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি , কেন উত্তরপ্রদেশ বেশি সময় পেল আর বাংলা পেলই না