- Home
- West Bengal
- Kolkata
- I-PAC-কাণ্ডে নয়া মোড়, ED আধিকারিকদের পরিচয় জানতে চিঠি লালবাজারের, চিহ্নিত ৬ জওয়ানকেও
I-PAC-কাণ্ডে নয়া মোড়, ED আধিকারিকদের পরিচয় জানতে চিঠি লালবাজারের, চিহ্নিত ৬ জওয়ানকেও
মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের অফিস আর বাড়ি দুই জায়গাতেই যান। একাধিক নথি নিয়ে আসেন। তিনি অভিযোগ করেছিলেন নথি চুরি করা হয়েছে। আর মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতেই ইডি আইধিকারিকদের শনাক্তরণের কাজ শুরু করেছে কলকাতা পুলিশ।

আইপ্যাক-কাণ্ডে নয়া মোড়
আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস আর বাড়িতে তল্লাশি অভিযানে এসেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু সেই দিনই মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের অফিস আর বাড়ি দুই জায়গাতেই যান। একাধিক নথি নিয়ে আসেন। তিনি অভিযোগ করেছিলেন নথি চুরি করা হয়েছে। আর মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতেই ইডি আইধিকারিকদের শনাক্তরণের কাজ শুরু করেছে কলকাতা পুলিশ।
ইডিকে চিঠি লালবাজারের
এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেতে রীতিমত বড় পদক্ষেপ করেছে লালবাজার। সূত্রের খবর, ইতিমধ্যেই ইডির আধিকারিকদের শনাক্ত করতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেই চিঠি পাঠাচ্ছে লালবাজার।
লালবাজারের চিঠি
কলকাতা পুলিশ সূত্রের খবর, তদন্তকারীরা ইতিমধ্যেই জানতে পেরেছেন, বৃহস্পতিবার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে চলা অভিযানের দায়িত্বে ছিলেন ইডির অ্য়াসিস্ট্যান্ট ডিরেক্টরেট। ছিলেন অ্যাসিস্ট্যান্ট অফিসার পদমর্যাদার অফিসাররাও। কিন্তু তারা কারা? সেই তথ্য জানতে চেয়েই কলকাতা পুলিশ ই-মেল করেছে ইডির অফিসে। তেমনই খবর সূত্রের।
নজরে কেন্দ্রীয় বাসিনী
প্রতীক জৈনের বাড়ি আর অফিসে তল্লাশি অভিয়ান কলকাতা পুলিশের নজরে শুধু ইডির আধিকারিকরাই নেই। নজরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। অভিযানের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা ৬ কেন্দ্রীয় বাহিনীর জোয়ানকেও চিহ্নিত করার চেষ্টা করেছে। তাদের পরিচয় জানতে পূর্বাঞ্চলীয় দফতে চিঠি পাঠাতে পারে কলকাতা পুলিশ।
প্রতীক জৈনের বাড়িতে কলকাতা পুলিশ
ঘটনার তদন্তে শনিবার প্রতীক জৈনের বাড়িতে যান কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। বাড়ির যাবতীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং ডিভিআর সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে প্রতীক জৈনের বাড়ির পরিচারিকা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদেরও বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর। শুধু তাই নয়, বাড়ির সিকিউরিটি রেজিস্টারও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।

