UP Elections 2022: যোগীর দলে বড় ধাক্কা, ইস্তফা দিলেন আরও এক মন্ত্রী দারা সিং চৌহান

উত্তর প্রদেশের প্রাক্তন মন্ত্রী দারা সিং চৌহান জানিয়েছেন তিনি পদত্যাগ করেছেন। কারণ তিনিও প্রসাদ মৌর্যের মত বিজেপির কৃষক, দলিত, নীতি নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তিনি বসেছেন পিছিয়ে পড়া, বঞ্চিত, দলিত, কৃষক, বেকার যুবকদের প্রতি বিজেপি সরকারের নিপীড়নমূলক মনোভাব কাজ করেছে।  অনগ্রসর ও দলিতদের কোটার প্রতি অবহেলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

 ভোটমুখী উত্তর প্রদেশে (UP Assembly Election 2022) আবারও ভাঙন বিজেপিতে (BJP)। এবার যোগী আদিত্যনাথের () মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন দারা সিং চৌহান (Dara Singh Chauhan)। স্বামী প্রসাদ মৌর্যের (Swami Prasad Maurya) ইস্তফা দেওয়ার মাত্রা ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর প্রদেশের আরও এক হাইপ্রফাইল মন্ত্রী দল ছাড়ার কথা জানিয়েছেন। এখনও পর্যন্ত উত্তর প্রদেশে দুই মন্ত্রী ও চার বিধায়ক বিজেপি ছাড়তেন।  যা রাজনৈতিক ভাবে অত্যান্ত গুরুত্বপূর্ণ। এঁরা প্রত্যেকেই অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন । 

উত্তর প্রদেশের প্রাক্তন মন্ত্রী দারা সিং চৌহান জানিয়েছেন তিনি পদত্যাগ করেছেন। কারণ তিনিও প্রসাদ মৌর্যের মত বিজেপির কৃষক, দলিত, নীতি নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তিনি বসেছেন পিছিয়ে পড়া, বঞ্চিত, দলিত, কৃষক, বেকার যুবকদের প্রতি বিজেপি সরকারের নিপীড়নমূলক মনোভাব কাজ করেছে।  অনগ্রসর ও দলিতদের কোটার প্রতি অবহেলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

Latest Videos

যদিও যোগী আদিত্যানাথের ডেপুটি কেশব প্রসাদ মৌর্য দারা সিং চৌহানকেও সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করার পরামর্শ দিয়েছেন। একই ভাবে তিনি প্রসাদ মৌর্যকেও চিন্তা করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। প্রসাদ মৌর্যর দল ছাড়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দল ছাড়ার কথা জানিয়েছেন দারা সিং চৌহান। 

দারা সিং চৌহার যোগী আদিত্যনাথ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দলিত সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। কিন্তু সরকারের বিরুদ্ধে অনগ্রসর শ্রেণি ও দলিতদের অবহেলার অভিযোগ করেই দল ছাড়েন তিনি। 

ভোটমুখী উত্তর প্রদেশে ইতিমধ্যেই  ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার উত্তর প্রদেশের শ্রমমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য মন্ত্রিত্ব ছেড়ে বিজেপি ছেড়ে অখিলেশ যাদবের  সমাজবাদী পার্টির খাতায় নাম লিখিয়েছেন। ভোটমুখী উত্তর প্রদেশের বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন অখিলেশ যাদব। তারই হাত শক্ত করছেন প্রসাদ মৌর্যরা। মৌর্যের দলত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই আরও তিন বিজেপি বিধায়ক পদত্যাগের কথা ঘোষণা করেছেন। তাঁরা বলেন রোশন লাল ভর্মা, ব্রিজেশ প্রজাপতি, ভগবতী সাগর বিজয় শাক্য। এঁরা প্রত্যেকেই স্বামী প্রদাস মৌর্যের ঘনিষ্ট হিসেবে উত্তর প্রদেশের রাজনীতিতে পরিচিত ছিলেন। 

একের পর এক বিজেপি নেতা দল ছাড়ায় কিছুটা হলেও অস্তস্তি বাড়ছে গেরুয়া শিবিরে। অন্যদিকে শক্তিশালী হচ্ছে বিরোধী সমাজবাদী পার্টি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বর্তমানে সমাজবাদী পার্টি উত্তর প্রদেশের প্রধান বিরোধী দল। প্রচারে পিছনে ফেলে দিয়েছে কংগ্রেসকেও। 

UP BJP: স্বামী প্রসাদ মৌর্যের পদত্যাগের পর তিন বিধায়ের দলত্যাগের ঘোষণা, অপেক্ষায় আরও ১৩

UP Assembly Election 2022: উত্তর প্রদেশে ভোটের লড়াইয়ে শিবসেনা, জানালেন সঞ্জয় রাউত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Shankar Ghosh : বিধানসভায় স্পিকারের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি বিধায়করা, দেখুন কী বলছেন শঙ্কর ঘোষ
'এটাই শেষ লড়াই আমাদের' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari Baruipur Rally
‘Mamata Banerjee-র বিদায়েই মুক্তি Sanatani সমাজের!’ Tamluk থেকে Suvendu Adhikari-র তীব্র হুঁশিয়ারি
Nadia News: ভোটের আগে তোলপাড় Nadia! রাস্তার ধারে মিলল বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড, চাঞ্চল্য এলাকায়
'অনেক মার খেয়েছি এবার বদল চাই দাদা' BJP মহিলা কর্মীর আর্তি শুভেন্দুকে | Suvendu Adhikari Baruipur