শান্তিপূর্ণভাবেই ভোট দিল অযোধ্যা-সুনতানপুর, ভোটের হাত ৫৩ শতাংশ

মোটের ওপর শান্তিপূর্ণ ছিল উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Elections 2022) পঞ্চম দফা (5th phase)। এদিন ১২টি জেলার প্রায় ৬১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ভাগ্য পরীক্ষা দিয়েছিলেন ৬৯২ জন প্রার্থী। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে ছিল অযোধ্য়া, বাহারিচ, বারাবাঙ্কি, চিত্রকোটস গোন্ডা, কোশাম্বি।
 

মোটের ওপর শান্তিপূর্ণ ছিল উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Elections 2022) পঞ্চম দফা (5th phase)। এদিন ১২টি জেলার প্রায় ৬১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ভাগ্য পরীক্ষা দিয়েছিলেন ৬৯২ জন প্রার্থী। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে ছিল অযোধ্য়া, বাহারিচ, বারাবাঙ্কি, চিত্রকোটস গোন্ডা, কোশাম্বি।

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে পঞ্চম দফায় বিকেল পাঁচটা পর্যন্ত ভোট দানের হার ছিল ৫৩.৯৮ শতাংশ। যা গত বিধানসভা নির্বাচনের থেকে তুলনামূলকভাবে কিছুটা কম। আগের   দফাগুলির তুলনায় পঞ্চম দফায় কিছুটা হলেও কম ভোট পড়েছে । যা নিয়ে উদ্বেগ বাড়ছে শাসক বিরোধী দুই পক্ষেরই। 

Latest Videos

নির্বাচন কমিশন জানিয়েছেন উত্তর প্রদেশ নির্বাচনের পঞ্চম দফায় বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় ৫৪ শতাংশ ভোট পড়েছে। সর্বচ্চ ভোট পড়েছে চিত্রকূট জেলায়। এই জেলায় ৫৯ শতাংশের বেশি ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে প্রতাপগড়। ভোটের হার ৫০ শতাংশ। কোভিড গাইডলাইন মেনেই সর্বত্র ভোটগ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশন জানিয়েছে পঞ্চম দফার অন্য দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র আমেঠিতে ভোটের হার ৫২ শতাংশ। অযোধ্যায় ভোটের হার ৫৮ শতাংশ। প্রয়াগরাজে ৫০ শতাংশের কিছু বেশি। রায়বরিলিতে  ৫৬ শতাংশ আর সুলতানপুরে ভোট পড়েছে ৫৪ শতাংশের কিছু বেশি। 

অন্যদিকে এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narandra Modi) এদিন উত্তর প্রদেশ বিধানসভার ভোট (UP Elections 2022) প্রচারে নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে ( Varanasi) গিয়েছিলেন । সেখানে তিনি বলেন,  'আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার মৃত্যু কামনা করেছিল। কিন্তু তারা যখন আমার মৃত্যু কামনা করেছিল তখন আমি খুব উচ্ছ্বসিত বোধ করছিলাম। ' বারাণসীর একটি নির্বাচনী সভায় এমনটাই বলেছিলেন প্রধানমন্ত্রী। তেমনই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। 

নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এর মানে হল তাঁর মৃত্যুর আগে পর্যন্ত তিনি কাশী ছাড়বেন না।  তিনি আরও বলেনস কাশীর মানুষও তাঁকে কোনও দিনও ছাড়বে না। তবে এদিনের জনসভায় তিনি বিরোধীদের প্রবল সমালোচনা করে বলেন ভারতের রাজনীতি ক্রমশই নিচের দিকে নামছে। কারণ কাশীর মত পবিত্র একটি স্থানে তাঁর মৃত্যু কামনা করা হয়েছে। 

Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল