হরিয়ানার ভোটে বিপর্যস্ত কংগ্রেস! এবার কমিশনের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিল হাত শিবির

নির্বাচন পর্ব মিটে গেছে। 

Subhankar Das | Published : Nov 1, 2024 1:32 PM IST

নির্বাচন পর্ব মিটে গেছে। কিন্তু থামেনি এখনও বাকযুদ্ধ।

সেই ঝামেলা জারি রইল কংগ্রেস এবং নির্বাচন কমিশনের মধ্যে। সম্প্রতি হরিয়ানা নির্বাচনে কংগ্রেসের তরফ থেকে কারচুপির অভিযোগ করা হয়। যার পাল্টা কড়া জবাব দেয় কমিশনও। কিন্তু এরপর ফের একবার কমিশনকে চিঠি লিখল হাত শিবির।

Latest Videos

সেইসঙ্গে, নির্বাচন কমিশনের মন্তব্যের প্রেক্ষিতে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। হরিয়ানাতে ভোট পরবর্তী সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, সেই রাজ্যে ক্ষমতায় আসতে চলছে কংগ্রেস। কিন্তু ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায়, উল্টে বিজেপি পেয়েছে ৪৮টি আসন এবং কংগ্রেস পেয়েছে ৩৭টি আসন।

এরপরেই হাত শিবিরের তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়, সিস্টেমকে ব্যবহার করে কংগ্রেসকে ইচ্ছাকৃত এবং অন্যায়ভাবে হারানো হয়েছে। কিন্তু তার পাল্টা কমিশনের তরফ থেকে কংগ্রেসকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে, ভোটের ফলাফল নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, সেগুলি পুরোপুরি ভিত্তিহীন। সব অবাস্তব এবং উদ্দেশ্যপ্রণোদিত।

ভবিষ্যতে যেন এই ধরনের মন্তব্য থেকে হুঁশিয়ারি থাকারও নির্দেশ দেয় কমিশন। চিঠি এবং পাল্টা চিঠির পর, এবার কমিশনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে কংগ্রেসের তরফে চিঠিতে লেখা হয়েছে, “আমরা যে সব অভিযোগ করেছিলাম, অত্যন্ত আশ্চর্যজনকভাবে তার কোনও জবাব কমিশন দেয়নি। তারা নিজেরাই নিজেদের ক্লিনচিট দিয়েছে। আমরা বিষয়টি নিয়ে আর হয়ত কথা বাড়াতাম না। কিন্তু কমিশন যে ভাষায় আমাদের আক্রমণ করেছে তাতে আমরা বাধ্য হয়েই এই চিঠি লিখছি। আমরা জানি না যে, কার দেখানো পথে এবং পরামর্শে কমিশন হাঁটছে।”

কংগ্রেস আরও যোগ করেছে, “কমিশনের মনে রাখা উচিত যে, কমিশন সংবিধান দ্বারা গঠিত একটি সংস্থা এবং তার কিছু দায়িত্ব রয়েছে। এরপরেও যদি কমিশন এই ধরনের ভাষা ব্যবহার করে, সেক্ষেত্রে কমিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব আমরা।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে শুভেন্দু' হিন্দুদের উপর আক্রমনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা | Suvendu
লক্ষাধিক ভক্তদের সঙ্গে নিরঞ্জনের পথে Shantipur-এর কালী! নজর কাড়লো মহিষখাগি মাতার বিসর্জন!
'তৃণমূল খরকুটোর মত বিদায় নেবে' সন্দেশখালিতে গিয়ে হুঙ্কার দিলীপ ঘোষের | Dilip Ghosh
RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
Suvendu Adhikari Live: নন্দীগ্রামে কালীপূজোর উদ্বোধনে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি