মৃতের ভাইয়ের আক্ষেপ, “সবাই মিলে ওকে এমনভাবে মারধর করতে শুরু করে, যে ও জ্ঞান হারিয়ে ফেলে।”
সাতসকালে জঙ্গলে গিয়ে সেখান থেকে বাড়ির দিকে ফেরার পথে এক প্রতিবেশীর বাড়ির উঠোনে গাছ থেকে পড়ে যাওয়া পেয়ারা দেখতে পেয়েছিলেন উত্তর প্রদেশেরর দলিত সম্প্রদায়ের ২৫ বছরে এক তরুণ। সেই পেয়ারা কুড়িয়ে নিয়ে মুখে তুলতেই ঘটল বিপত্তি। পেয়ারাটি তিনি ‘চুরি’ করেছেন, এই দোষারোপে তাঁর ওপর চলল বেদম প্রহার।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আলিগড় জেলার মুজফফর নগরে। এই এলাকার মানেনা গ্রামে সপরিবারে বাস করতেন ২৫ বছর বয়সী ওমপ্রকাশ। ঘটনার দিন তিনি অন্যান্য দিনের মতোই সকালবেলা জঙ্গলের দিকে গিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। সেখান থেকে বাড়ি ফেরার সময়ে প্রতিবেশীদের বাগানে পেয়ারা দেখতে পেয়ে কুড়িয়ে নিয়ে মুখে তুলতেই তাঁকে ‘চোর’ অপবাদ দিয়ে মারধর করতে শুরু করে এলাকারই বেশ কয়েকজন। লাঠি, বাঁশ সহ বিভিন্ন ভারী বস্তুর ক্রমাগত আঘাত সহ্য করতে না পেরে শেষমেশ জ্ঞান হারিয়ে ফেলেন ওমপ্রকাশ। খবর পেয়ে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করতে ছুটে আসে স্থানীয় গাঙ্গিরি থানার পুলিশ।
ওমপ্রকাশের ভাই সত্যপ্রকাশ সাংবাদিকদের জানিয়েছেন, “আমার দাদা সকালবেলা জঙ্গলের দিকে গিয়েছিল। বাড়ি ফেরার পথে সে প্রতিবেশীদের বাগানে একটি পেয়ারা গাছ থেকে নিচে পড়ে থাকতে দেখতে পেয়েছিল। ওর হাতে পেয়ারা দেখতে পেয়েই এলাকার কিছু লোক মিলে ওকে নির্মমভাবে মারধর করতে শুরু করে। এই লোকগুলোর মধ্যে বাগানের মালিক ভীমসেন এবং বনওয়ারিও ছিল। লাঠি, বাঁশ, আরও অন্যান্য অনেক ভারী জিনিস দিয়ে সবাই মিলে ওকে এমনভাবে মারধর করতে শুরু করে, যে ও জ্ঞান হারিয়ে ফেলে। ওর শরীরময় অসংখ্য মারের দাগ রয়েছে।” ঘটনার সময় স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ছুটে এসে ওমপ্রকাশের বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা বিপদ টের পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।
গাঙ্গিরি থানার পুলিশ এসে ওমপ্রকাশকে যখন উদ্ধার করে, তখন তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁর জ্ঞানও ছিল না বলে জানা গেছে। দুষ্কৃতীরা তাঁকে মেরে প্রায় আধমরা অবস্থায় বাগানের জমিতেই ফেলে দিয়ে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সঙ্গে সঙ্গে তাঁকে তুলে নিয়ে আলিগড় জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ২৫ বছর বয়সী তরতাজা যুবককে পিটিয়ে খুন করার অপরাধে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ভীমসেন এবং বনওয়ারিলাল নামে দু’জন প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুন এবং দলিতদের ওপর অত্যাচার সংক্রান্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে। একজন উচ্চপদস্থ পুলিশকর্তা জানিয়েছেন, নিহত দলিত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য পুলিশ যথাযথ কাজ চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন-
চলন্ত ট্রেনে উঠে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীকে একের পর এক কোপ, শিয়ালদহ লাইনে আতঙ্কে যাত্রীরা
৭ কেন্দ্রের উপনির্বাচনে ৪ আসনে এগিয়ে রয়েছে বিজেপি, মহারাষ্ট্রে অবাধে এগোচ্ছে উদ্ধব ঠাকরের দল
মোদীর জন্মদিনে সুদূর নামিবিয়া থেকে মধ্যপ্রদেশ, কোয়ারেন্টাইন শেষে কুনো-র জঙ্গলে মুক্তি পেল ২ আফ্রিকান চিতা