সংক্ষিপ্ত
ব্যবসায়িকে আক্রমণ করার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ, আক্রমণকারীদের খোঁজে শুরু হয়ে গেছে তদন্ত।
চলন্ত ট্রেনের ভেতরে ঢুকে যাত্রীর ওপর ভয়ঙ্কর হামলা আততায়ীদের। ছুটির রবিবারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিয়ালদহ রেল শাখায়। ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ দিয়ে এক ব্যক্তিকে খুনের চেষ্টা করা হল ট্রেনের মধ্যেই।
রবিবার সকালে আপ শিয়ালদহ দক্ষিণ শাখা লাইনে দেউলা স্টেশনের কাছে ভয়ঙ্কর এই ঘটনাকে ঘিরে গোটা এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর, যাঁকে কোপ মারা হয়েছে, সেই আহত ব্যক্তির নাম মসিয়ার জমাদার, তাঁর বয়স আনুমানিক ৩৮ বছর। মসিয়ারের বাড়ি দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারের নেতড়া গ্রামে। পুরানো জিনিসপত্র কেনাবেচার কাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন। কেন আচমকা তাঁর উপরেই দুষ্কৃতীদের রোষ গিয়ে পড়ল এবং এরকম ভয়াবহ হামলা করা হল, সে সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
আহত ব্যক্তির পরিচিতরা জানিয়েছেন যে, দক্ষিণ কলকাতার গড়িয়ার কাছে তাঁর একটি দোকান রয়েছে। প্রত্যেক দিনই তিনি একেবারে ভোরবেলার ট্রেনে চড়ে গড়িয়া স্টেশনে গিয়ে নামেন। আজ সকালে সেই একই রুটিনমাফিক তিনি ভোরের ট্রেনটি ধরেছিলেন। সকালের ট্রেন নেতড়া স্টেশনে পৌঁছতেই আচমকা ঘটে যায় ভয়াবহ ঘটনা। বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে তাড়া করতে করতে তাঁর পেছন পেছন ছুটে এসে ট্রেনে উঠে পড়ে বলে জানা গেছে। এরপর যখন ট্রেন ছেড়ে দেয়, তখনই ট্রেনের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে মসিয়ারকে কোপানো শুরু হয় বলে জানিয়েছেন সহযাত্রীরা।
স্থানীয় সূত্রে খবর, নেতড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরেই আচমকা হামলা শুরু হয়। আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন মিলে ওই ব্যবসায়ীর উপর ঝাঁপিয়ে পড়ে। দিনের একেবারে শুরুর দিকের ট্রেনে এই রক্তারক্তি কাণ্ড দেখে হাড় হিম হয়ে যায় বাকি যাত্রীদের। চূড়ান্ত মারধরের পর দেউলা স্টেশনে ট্রেন এলে দুষ্কৃতীরা নেমে চলে যায়। রক্তাক্ত অবস্থায় ট্রেনের মধ্যেই পড়ে ছিলেন মসিয়ার জমাদার। পরে তাঁকে উদ্ধার করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়।
প্রথমে তাঁকে ভর্তি করানো হয়েছিল নিকটস্থ ডায়মন্ডহারবার হাসপাতালে। পরে চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে যে, পুরনো কোনও শত্রুতার জেরে এই হামলার ঘটনা হয়েছে। তবে, ব্যবসায়িকে আক্রমণ করার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ, আক্রমণকারীদের খোঁজে শুরু হয়ে গেছে তদন্ত। চাঞ্চল্যকর ঘটনা জেরে সকালের রেলযাত্রীদের নিরাপত্তার অভাব নিয়ে জোরালো তর্ক শুরু হয়েছে।
আরও পড়ুন-
৭ কেন্দ্রের উপনির্বাচনে ৪ আসনে এগিয়ে রয়েছে বিজেপি, মহারাষ্ট্রে অবাধে এগোচ্ছে উদ্ধব ঠাকরের দল
মোদীর জন্মদিনে সুদূর নামিবিয়া থেকে মধ্যপ্রদেশ, কোয়ারেন্টাইন শেষে কুনো-র জঙ্গলে মুক্তি পেল ২ আফ্রিকান চিতা
দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় থাকতে পারে মেঘলা আকাশ, অন্যান্য জেলার আবহাওয়ার রিপোর্ট কী বলছে?