ডিএ, ডিআর বৃদ্ধির পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট, নতুন বছরের শুরুতেই জোড়া সুখবর

উত্তরপ্রদেশের সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা ইংরাজি নতুন বছরের শুরুতেই ভালো খবর পেলেন। রাজ্য সরকার কর্মীদের জোড়া সুখবর দিয়েছে। ফলে উত্তরপ্রদেশের সরকারি কর্মীরা খুশি।

Soumya Gangully | Published : Jan 6, 2025 5:58 PM
110
ইংরাজি নতুন বছরের শুরুতেই সুখবর পেলেন প্রায় আট লক্ষ সরকারি কর্মী এবং চার লক্ষ পেনশনভোগী

ইংরাজি নতুুন বছরের শুরুতেই প্রায় আট লক্ষ সরকারি কর্মীর জন্য মহার্ঘভাতা এবং প্রায় চার লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীর জন্য মহার্ঘ ত্রাণ ঘোষণা করল রাজ্য সরকার।

210
মহার্ঘভাতা, মহার্ঘ ত্রাণের পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের জন্য ইনক্রিমেন্টের কথাও ঘোষণা করা হয়েছে

২০২৪ সালের জুলাইয়ে প্রায় ২ লক্ষ সরকারি কর্মী বার্ষিক ইনক্রিমেন্টের টাকা পাননি। তাঁদের জন্য এবার মহার্ঘভাতার পাশাপাশি ইনক্রিমেন্টের কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার।

310
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার মহার্ঘভাতা, মহার্ঘ ত্রাণের পাশাপাশি ইনক্রিমেন্টের কথা ঘোষণা করেছে

উত্তরপ্রদেশ সরকারের ঘোষণা অনুযায়ী, ২ লক্ষ সরকারি কর্মীর মহার্ঘভাতা ও ইনক্রিমেন্ট মিলিয়ে ৬ শতাংশ বেতন বৃদ্ধি পাবে। বাকি সব কর্মীর ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাবে। পেনশনভোগীরাও ৩ শতাংশ বেশি অর্থ পাবেন।

410
ইংরাজি নতুন বছরের প্রথম মাস থেকেই উত্তরপ্রদেশের সরকারি কর্মীরা এই সুবিধা পেতে চলেছেন

উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বর্ধিত হারে মহার্ঘভাতা, মহার্ঘ ত্রাণ ও পেনশন চলতি মাস থেকেই কার্যকর হচ্ছে। আগামী মাসে বেতন ও পেনশনের সঙ্গে বর্ধিত অর্থ যুক্ত হবে।

510
বর্ধিত হারে বেতন ও পেনশন দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকার তৎপরতা শুরু করে দিয়েছে

উত্তরপ্রদেশ সরকারের অর্থ দফতরের কর্মীদের মধ্যে নতুন হারে বেতন ও পেনশন দেওয়ার জন্য কর্মতৎপরতা শুরু হয়ে গিয়েছে।

610
কেন্দ্রীয় সরকারের চেয়ে বেশি হারে মহার্ঘভাতা, মহার্ঘ ত্রাণ দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার

কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ মহার্ঘভাতা দিচ্ছে। সেখানে উত্তরপ্রদেশ সরকার এবার থেকে ৫৬ শতাংশ মহার্ঘভাতা, মহার্ঘ ত্রাণ দিচ্ছে।

710
চলতি মাসেই কেন্দ্রীয় সরকার মহার্ঘভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করতে পারে

প্রতি বছর জানুয়ারি ও জুলাইয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহার্ঘভাতার কথা ঘোষণা করে। ফলে কয়েকদিনের মধ্যেই নতুন হারে মহার্ঘভাতা ঘোষণা করা হতে পারে।

810
উত্তরপ্রদেশ সরকারের মতোই কেন্দ্রীয় সরকারও ৩ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করতে পারে

কেন্দ্রীয় সরকার কয়েকদিনের মধ্যেই ৩ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করতে পারে। ফলে উত্তরপ্রদেশ সরকারি কর্মীদের সমান মহার্ঘভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

910
ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ১৪ শতাংশ মহার্ঘভাতা পাচ্ছেন

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ১৪ শতাংশ মহার্ঘভাতা পাচ্ছেন। মহার্ঘভাতা বৃদ্ধির দাবিতে মামলা দায়ের করেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা।

1010
মঙ্গলবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের দায়ের করা মামলার শুনানি

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘভাতা বৃদ্ধির দাবিতে যে মামলা দায়ের করেছেন, মঙ্গলবার সুপ্রিম কোর্টে তার শুনানি। সেদিকে তাকিয়ে সব মহল।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos