বিয়ে করেছিলেন ২০১৯ সালে, তারপর রহস্য ফাঁস হল ২০২৩ সালে। উত্তরপ্রদেশের মোরদাবাদের ঘটনা জানাজানি হতেই হতবাক এলাকার মানুষ!
ঘটা করে বরযাত্রী নিয়ে গিয়ে ধুমধাম করে বিয়ে, তারপর ফুলশয্যার রাতেই ঘটল অঘটন! উত্তরপ্রদেশের মোরদাবাদের ঘটনা জানাজানি হতেই হতবাক এলাকার মানুষ। এই জেলার মোরদাবাদের কোতোয়ালি গ্রামের এক যুবকের স্ত্রীকে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য।
কোতোয়ালি গ্রামের ওই যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল বিজনৌর জেলার এক যুবতীর। ২০১৯ সালে যাবতীয় আচার-অনুষ্ঠান মেনে তাঁদের বিয়ে হয়। বিয়েতে দুই পরিবারের সদস্যদের সম্মতিও ছিল। কিন্তু, ফুলশয্যার রাতেই যুবক উপলব্ধি করেন যে নববিবাহিত স্ত্রী আসলে মহিলাই নন! অবিলম্বে তিনি বেঁকে বসেন। কিন্তু, তাঁর স্ত্রী এবং তার পরিবারের তরফ থেকে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
স্ত্রী যে তৃতীয় লিঙ্গের মানুষ, সেকথা কাউকে জানালে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল তার পরিবার। ‘স্ত্রী’ নিজেও স্বামীকে হুমকি দিতে থাকেন বলে জানিয়েছেন ওই যুবক। কঠিন ধারায় ফেঁসে যাওয়ার ভয়ে তিনি চুপ হয়ে থাকেন। কিন্তু, দিন যত গড়াতে থাকে, ততই বউয়ের পরিবারের তরফ থেকে বাড়তে থাকে দাবির পরিমাণ। যুবকের কাছ থেকে প্রচুর টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ।
সম্প্রতি ‘স্ত্রী’-এর বাড়ি থেকে ২০ লক্ষ টাকা দাবি করা হয় এবং টাকা না দেওয়ায় তাঁর উপর হামলা করা হলে আর উপায়ান্তর না দেখে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন ‘আক্রান্ত’ যুবক। বিয়ের ৪ বছর পর কেন তিনি পুলিশের দ্বারস্থ হলেন, সেই বিষয়েও থানা থেকে তাঁকে প্রশ্ন করা হয়েছে। সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।