'খিটখিটে মেজাজের হয়ে পড়ছিলাম, মানসিক শান্তি জরুরি,' ব্যাঙ্কের চাকরি ছেড়ে দিলেন যুবতী

Published : Sep 03, 2025, 10:54 PM IST
Delhi Woman

সংক্ষিপ্ত

Mental Health: ভারতে মানসিক স্বাস্থ্যের বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলা করা হয়। কিন্তু দিল্লির এক যুবতী মানসিক স্বাস্থ্যের উপর জোর দিলেন। তিনি স্থায়ী সরকারি চাকরি ছেড়ে দিলেন। কারণ, চাকরি করতে গিয়ে তিনি মানসিকভাবে অস্থির হয়ে পড়ছিলেন।

DID YOU KNOW ?
মানসিক শান্তি জরুরি
স্থায়ী সরকারি চাকরি, মোটা অঙ্কের বেতনের চেয়ে মানসিক শান্তিই বেছে নিলেন দিল্লির যুবতী বাণী।

Banking Job: আর্থিক স্থিতাবস্থা না মানসিক স্বাস্থ্য, কোনটা বেছে নেবেন? অনেকদিন ধরেই দ্বিধায় ছিলেন বাণী। শেষপর্যন্ত সিদ্ধান্ত নিয়েই ফেললেন দিল্লির (Delhi) ২৯ বছর বয়সি এই যুবতী। তিনি ২০২২ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (Punjab National Bank) প্রবেশনারি অফিসার (Probationary Officer) হিসেবে যোগ দেন। কিন্তু মোটা অঙ্কের বেতনের স্থায়ী সরকারি চাকরি ছেড়ে দিলেন বাণী। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, 'সব নায়ক টুপি পরে থাকেন না। কেউ কেউ চাকরিও ছেড়ে দেন। তাই আমি সেই অধ্যায় থামিয়ে দিলাম যা আমার আর ভালো লাগছিল না। আমি অতীতে সবসময় খুশি থাকতাম, হাসিমুখে থাকতাম। কিন্তু গত তিন বছর ধরে আমি ধীরে ধীরে ব্যক্তি হিসেবে যেরকম হয়ে পড়ছিলাম, তাতে নিজেকেই ঘৃণা করতে শুরু করছিলাম। আমি কুরুচিপূর্ণ হয়ে পড়ছিলাম। সহজেই বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আমার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিল। আর্থিক স্থিতাবস্থার চেয়ে মানসিক শান্তিই গুরুত্বপূর্ণ মনে হল।'

মানসিক স্বাস্থ্যের উপর জোর বাণীর

বাণী আরও জানিয়েছেন, ‘আমি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনওরকম আফশোস করছি না। আমার মনে হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য চাকরি ছাড়া জরুরি ছিল। যে জায়গা আমার জন্য নয়, সেই জায়গা ছাড়ার পর আমি যে মানসিক শান্তি ও আনন্দ পাচ্ছি, তার জন্য কোনও আফশোস নেই। অন্যদের জুতোয় পা না গলিয়েই সবাই বিচার করতে চায়। আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে চাকরি পেয়েছি। এটা আমার স্বপ্নের চাকরি ছিল। কিন্তু আমি কখনও ভাবতে পারিনি যে বাস্তব আলাদা হবে।’

 

 

এবার কী করবেন বাণী?

বাণী জানিয়েছেন, তিনি ব্যাঙ্কের চাকরি ছেড়ে দেওয়ার পর কী করবেন, সে বিষয়ে এখনও কোনও পরিকল্পনা করেননি। তবে তাঁর পরিবারের সদস্যরা এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় বাণী। তাঁর ফলোয়ার সংখ্যাও বাড়ছে। তিনি এবার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে পারেন।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২২
২০২২ সালে ব্যাঙ্কের চাকরিতে যোগ দেন বাণী
প্রায় ৩ বছর ব্যাঙ্কের চাকরি করার পর এবার ছেড়ে দিলেন দিল্লির যুবতী বাণী।
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: RBI MPC Meeting - এখন বাড়ি গাড়ি কেনা আরও হবে সহজ আরবিআই কমিয়েছে রেপো রেট বেসিস পয়েন্ট
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি