'সংক্রান্তির উপহার', সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনমের মাঝে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

১৯ জানুয়ারির বদলে ১৫ জানুয়ারি সংক্রান্তির দিনই তেলঙ্গানার জন্য এই ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

Web Desk - ANB | Published : Jan 15, 2023 6:35 AM IST

সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনমের মাঝে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনা দিবসের দিন তেলঙ্গানায় এই ট্রেনের উদ্বোধন করতে পেরে আপ্লুত প্রধানমন্ত্রী। ১৫ জানুয়ারি রবিবার সেকেন্দাবাদ থেকে বিশাখাপত্তনমগামী বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য ১৫ দিনের মাথায় এই নিয়ে দেশে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু করল কেন্দ্র। এই ট্রেনের এই প্রকল্পের জন্য প্রায় ৫২১ কোটি টাকা খরচ করেছে রেল। ১৯ জানুয়ারির বদলে ১৫ জানুয়ারি সংক্রান্তির দিনই তেলঙ্গানার জন্য এই ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী মঞ্চ থেকে এই ট্রেনকে তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের জন্য একটি 'উপহার' বলেই উল্লেখ করলেন। তিনি এদিন আরও বলেন। 'বন্দে ভারত এক্সপ্রেস একরকমভাবে তেলঙ্গনা ও অন্ধ্রপ্রদেশের সংস্কৃতিকে সংযুক্ত করবে। আমি দুই রাজ্যের বাসিন্দাদেরই এই ট্রেনের জন্য শুভেচ্ছা জানাই।' মোদী আরও সংযোজন করেন,'এই সময় বিভিন্ন অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিকভাবে জুড়তে সাহায্য করে। তেমনই এই নতুন ট্রেন নিজের গতির মাধ্যমে আমাদের একে অপরের সঙ্গে জুড়তে সাহায্য করবে।' হায়দ্রাবাদ, বিজয়বাড়া, বিশাখাপত্তনমের মত শহরগুলি ছাড়াও আরও দেশের একাধিক পর্যটন কেন্দ্রের মধ্য দিয়ে যাবে।

 

 

প্রধানমন্ত্রীর এই পদক্ষেও প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি বলেছেন যে উৎসবের দিনে আধা-হাই স্পিড এক্সপ্রেস ট্রেনের পতাকা লাগানো দুটি তেলেগু রাজ্যের জনগণের জন্য একটি সংক্রান্তির উপহার। টুইটবার্তায় তিনি লিখেছেন,'তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের জনগণের জন্য একটি সংক্রান্তির উপহার! উভয় রাজ্যে রেল সংযোগের একটি বড় উন্নতির জন্য, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন থেকে 8 তম বন্দে ভারত ট্রেনকে ফ্ল্যাগ অফ করবেন।'

আরও পড়ুন - 

'তাঁর উপদেশ আমাদের কাছে আদেশ', অমর্ত্য সেনের মন্তব্য প্রসঙ্গে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার মানুষ বিজেপির ওপর ভরসা করছে বলেই ‘দিদির দূত’-দের ওপর বাড়ছে ক্ষোভ, মনে করছেন দিলীপ ঘোষ

মিড ডে মিলের চালে মিলল মরা টিকটিকি ও ইঁদুর, বিদ্যালয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ স্কুল শিক্ষা দফতরের

Share this article
click me!