Vande Bharat: ‘বন্দে ভারত’ নিয়ে এবার বড় আপডেট! ছবি দিয়ে ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ‘বন্দে ভারত এক্সপ্রেস’ নিয়ে নতুন আপডেট ঘোষণা করলেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Web Desk - ANB | Published : Jul 9, 2023 11:05 AM / Updated: Jul 09 2023, 03:25 PM IST
৮ জুলাই, শনিবার চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) পরিদর্শন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এখানেই তৈরি হয় বন্দে ভারত ট্রেন।
ঘণ্টায় প্রায় ৮৫ কিলোমিটার বেগে ছুটে চলা ভারতের এই সুপারফাস্ট ট্রেন উত্তর থেকে দক্ষিণকে অতি কম সময়ের মধ্যে জুড়ে দেওয়ায় প্রভূত সাফল্য অর্জন করেছে।
এবার এই ট্রেন সম্পর্কে একটি বড় আপডেট ঘোষণা করলেন রেলমন্ত্রী।
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নতুন ধরনের ‘বন্দে ভারত এক্সপ্রেস’ প্রস্তুত হওয়ার কথা জানালেন অশ্বিনী বৈষ্ণব।
তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে যে, এবার আর নীল-সাদা রং নয়, বরং, গেরুয়া রঙে তৈরি করা হয়েছে নতুন বন্দে ভারত এক্সপ্রেসকে।
রেলমন্ত্রী জানিয়েছেন, ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত হয়ে নতুন বন্দে ভারতের রং বদলে গেরুয়া করা হচ্ছে। তবে, আপাতত পরীক্ষামূলক ভাবে এই রং বদল করা হচ্ছে।