বন্দে ভারতে চড়তে গেলে গুনতে হবে অতিরিক্ত টাকা, নয়া বদল টিকিট বুকিং-র নিয়মে, জেনে নিন এক ক্লিকে

Published : Oct 28, 2025, 08:22 AM IST

বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রার খরচ বাড়তে চলেছে, কারণ পূর্বরেলের নতুন পদক্ষেপে লাঞ্চ ও ডিনার বাধ্যতামূলক করা হয়েছে। স্মার্টফোনের অ্যাপ থেকে টিকিট বুক করার সময় ‘নো ফুড’ অপশনটি তুলে দেওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

PREV
15

দ্রুত গতির ট্রেন হিসেবে বেশ জনপ্রিয় বন্দে ভারত। অল্প সময় গন্ধব্যে পৌঁছানোর জন্য সেরা বিকল্প হিসেবে এই ট্রেনকেই বেছে নেন অনেকে। তবে, এবার এই ট্রেন নিয়ে দেখা যাচ্ছে ক্ষোভ। যাত্রীদের মধ্যে দেখা দিচ্ছে অসন্তোষ।

25

জানা যাচ্ছে, খরচ আরও বাড়তে চলেছে বন্দে ভারতে। পূর্বরেলের নতুন পদক্ষেপে রীতিমতো ক্ষুব্ধ যাত্রীদের একাংশ। এবার থেকে বন্দে ভারত এক্সপ্রেসে বাধ্যতামূলক করা হয়েছে লাঞ্চ ও ডিনার। আগে থাকা ‘নো ফুড’ অপশন তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্মার্টফোনের অ্যাপ থেকে বুক করলে আর এই অপশন পাওয়া যাচ্ছে না।

35

জানা যাচ্ছে, রেলের অ্যাপে টিকিট বুকিং ব্যবস্থায় এসেছে নতুন আপডেট। এতদিন অ্যাপ বা আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে হলে তিনটি অপশন আসত। লাঞ্চ এবং ডিনারের জন্য ভেজ বা ননভেজ অপশনের সঙ্গে থাকত নো ফুড অপশন।

45

এবার থেকে আর থাকছেন না এই নো ফুড অপশন। তাই বন্দে ভারতে চড়তে হলে লাঞ্চ বা ডিনার নিতেই হবে। যার জেরে গুণতে হবে বাড়তি টাকা।

55

এই নিয়ে মন্তব্য করেছে রেল। রেল সূত্রে জানানো হচ্ছে, আইআরসিটিটি থেকে টিকিট কাটলে নো ফুডের অপশন মিলবে। এদিকে, যাত্রীদের একাংশের দাবি শুধু বন্দে ভারতে নয়, রাজধানী, শতাব্দীর মতো একাধিক ট্রেনে চালু হয়েছে এই নিয়ম। যাতে ক্ষুব্ধ যাত্রীদের একাংশ।

Read more Photos on
click me!

Recommended Stories