- Home
- India News
- Vande Bharat Express: রেলযাত্রীদের জন্য সুখবর! বন্দে ভারতে এখন পাওয়া যাবে আরও সহজে টিকিট?
Vande Bharat Express: রেলযাত্রীদের জন্য সুখবর! বন্দে ভারতে এখন পাওয়া যাবে আরও সহজে টিকিট?
Vande Bharat Express: রেলযাত্রীদের জন্য নিঃসন্দেহে বড় খবর। বন্দে ভারতে টিকিট পাওয়া এখন আরেকটু সহজ হতে চলেছে।

ভারতে একাধিক বিলাসবহুল ট্রেন চালানো হয়।
তার মধ্যে বন্দে ভারত অন্যতম। এছাড়াও দ্রুতগতির এক্সপ্রেস ট্রেন, লোকাল এবং মেমু ট্রেনও চালানো হয়। তাছাড়া তেজস, শতাব্দী, দুরন্ত এবং রাজধানী সহ বিভিন্ন দ্রুতগতির এক্সপ্রেস ট্রেনতো আছেই। ঠিক একইভাবে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারত অনেকদিন হল হয়েছে। অন্যান্য ট্রেনের তুলনায় এটি অনেকটাই দ্রুতগতিতে চলে। ফলে, গন্তব্যে অনেকটাই আগে পৌঁছনোর সুবিধার যাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় এটি।
বন্দে ভারত ট্রেনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা
দেশের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে বন্দে ভারত ট্রেন চালানো হচ্ছে। তামিলনাড়ুতে, চেন্নাই থেকে বেঙ্গালুরু, মহীশূর, কোয়েম্বাটুর, তিরুনেলভেলি, নাগরকয়েল এবং মাদুরাই থেকে বেঙ্গালুরু পর্যন্ত বন্দে ভারত ট্রেন চালানো হচ্ছে। দ্রুতগতির ট্রেন হওয়ায় এই সমস্ত রুটে বন্দে ভারত ট্রেনের টিকিট প্রতিদিনই ফুরিয়ে যায়। ফলে টিকিট পাওয়া দুষ্কর হয়ে পড়ে।
যাত্রীরা এমনিতেই বন্দে ভারতে কোচের সংখ্যা বৃদ্ধির দাবি জানাচ্ছিলেন
এবার ভারতীয় রেল সেই দাবি মেনে মোট সাতটি বন্দে ভারত এক্সপ্রেসে অতিরিক্ত কোচ যুক্ত করার অনুমোদন দিয়েছে। সেই ট্রেনগুলির মধ্যে রয়েছে চেন্নাই এগমোর-নেল্লাই, মাদুরাই-বেঙ্গালুরু, ম্যাঙ্গালোর-তিরুবনন্তপুরম, সেকেন্দ্রাবাদ-তিরুপতি, দেওঘর-বারাণসী, হাওড়া-রাউরকেল্লা এবং ইন্দোর-নাগপুর বন্দে ভারত।
এখন থেকে সহজেই মিলবে টিকিট
নিঃসন্দেহে যেভাবে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বন্দে ভারতে অতিরিক্ত কোচ যুক্ত হলে আদতে সুবিধা হবে যাত্রীদেরই। কারণ, প্রচুর চাহিদার জেরে অনেকেই অনেকসময় টিকিট পাননা। তাই অতিরিক্ত কোচ যুক্ত হলে যাত্রীদের টিকিট পেতেও সুবিধা হবে এবং যাত্রীরাও খুব দ্রুত তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

