রাজ্যবাসীকে দীপাবলি-ছটপুজোর উপহার, দেশের এই রুটে চালু হচ্ছে প্রথম স্লিপার বন্দেভারত পরিষেবা

Published : Sep 06, 2025, 09:26 AM IST

Vande Bharat Sleeper Train: উৎসবের মরশুম শেষ হলেই চলতি বছরের শেষেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটমুখি বিহারকে ফের বড় উপহার কেন্দ্রের।  এবার কী সুবিধা পাচ্ছেন বিহারবাসী? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
স্লিপার বন্দেভারত ট্রেন

যাত্রী পরিষেবার মান উন্নয়নে দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত পরিষেবা।  পশ্চিমবঙ্গ-উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে চলছে এই ট্রেনটি। তবে এবার চালু  হতে চলেছে  সেমি হাইস্পিড ট্রেনের স্লিপার ভার্সন। জানা গিয়েছে, খুব শীঘ্রই দেশের এই রুটে ছুটবে  স্লিপার কোচের বন্দে ভারত ট্রেন। 

25
কোথায় চলবে স্লিপার কোচের বন্দে ভারত?

সূত্রের খবর, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এবার চালু হতে চলেছে স্লিপার কোচের বন্দেভারত ট্রেন। রেলের তরফে ট্রায়াল রানও হয়ে গিয়েছে এই ট্রেনের। প্রকাশ্যে এসেছে বন্দে ভারতের স্লিপার কোচের ছবিও। জানা গিয়েছে যে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সেপ্টেম্বর মাসেই চালু হয়ে যেতে পারে স্লিপার কোচের বন্দে ভারত ট্রেন।  

35
কোন রাজ্যে চলবে স্লিপার কোচের বন্দে ভারত ট্রেন?

ভোটমুখি বিহারে চলতি বছরই বিধানসভা নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরেই ঘোষণা  হতে পারে নির্বাচনের দিনক্ষণ। আর তার আগেই কেন্দ্রের তরফে বিহারকে  বড় উপহার রেলের। যাত্রীদের সুবিধা  ও আরামের কথা মাথায় রেখেই ভোটমুখি বিহারে ছুটবে দেশের প্রথম স্লিপার কোচের বন্দে ভারত ট্রেন। 

45
কোন রুটে ছুটবে এই ট্রেন?

ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে খবর, আপাতত নয়াদিল্লি-পাটনা রুটে ছুটবে এই নতুন স্লিপার কোচের বন্দে ভারত ট্রেন। তারপর ধীরে ধীরে তা দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে জুড়ে যাবে বলেও জানানো হয়েছে। বিহারের দ্বারভাঙ্গা বা সীতামারহি পর্যন্ত এই রুটের সম্প্রসারণ হতে পারে বলে জানা গিয়েছে। 

55
দীপাবলি-ছটপুজোর উপহার

এমনিতেই অক্টোবর-নভেম্বর মাসজুড়ে থাকে উৎসবের মরশুম। দীপাবলি থেকে শুরু করে ছটপুজো চলে এই মাসে। ফলে এই সময় ট্রেনগুলিতে যাত্রী চাপও বাড়ে  প্রচুর। ফলে একদিকে ভোটমুখি বিহারে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ আর  অন্যদিকে উৎসবের মরশুমে বিহারবাসীকে ছটপুজোর উপহার কেন্দ্রের।

Read more Photos on
click me!

Recommended Stories