ছুটির দিনে কীভাবে ব্যাংকের কাজ সারবেন
ছুটির দিনে ব্যাংকের জরুরি কাজ থাকলে অনলাইন ব্যবহার করতে পারেন। ৪ বা ৫ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকের কোনো কাজ থাকলে আগেই সেরে ফেলুন। ছুটির দিনেও ডিজিটাল ব্যাংকিং সেবা যেমন UPI, NEFT, RTGS, মোবাইল ব্যাংকিং অ্যাপ চালু থাকবে। এছাড়া ATM থেকে টাকা তোলা বা জমা করাও ২৪ ঘণ্টা সুবিধা পাওয়া যাবে।