প্রয়াত কিংবদন্তি শিল্পপতি রতন টাটা, শেষকৃত্যে হাজির সব ধর্মের পুরোহিতরা, ভাইরাল হল ছবি

Published : Oct 10, 2024, 02:51 PM ISTUpdated : Oct 10, 2024, 02:57 PM IST
Ratan tata prathna sabha

সংক্ষিপ্ত

ভারতীয় জাতীয় পতাকায় মুড়ে তার নরদেহ ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এনসিপিএ), নরিমান পয়েন্টের লনে রাখা হয়। যেখানে জনসাধারণকে আজ বিকেল ৪টা পর্যন্ত তাদের শেষ শ্রদ্ধা জানানোর অনুমতি দেওয়া হয়। 

কিংবদন্তি শিল্পপতি রতন টাটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুধবার রাতে। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দেশের বৃহত্তম ব্যবসায়িক ট্রাস্ট টাটা সন্সের অনারারি চেয়ারম্যান রতন টাটা মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। বয়স বাড়ার কারণে, তার অনেক সমস্যা ছিল। দেশজুড়ে মানুষের মধ্যে শোকের ছায়া। ভারতীয় জাতীয় পতাকায় মুড়ে তার নরদেহ ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এনসিপিএ), নরিমান পয়েন্টের লনে রাখা হয়। যেখানে জনসাধারণকে আজ বিকেল ৪টা পর্যন্ত তাদের শেষ শ্রদ্ধা জানানোর অনুমতি দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদনের পরে, তাঁর দেহকে ওয়ারলি শ্মশানের প্রার্থনা কক্ষে নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য।

 

 

একজন জাতীয় নেতার প্রতি বহু ধর্মের শ্রদ্ধাঞ্জলি

রতন টাটার শেষকৃতযে দেখা গেল হৃদয়গ্রাহী ছবি। বিভিন্ন ধর্মের পুরোহিতরা - পারসি, মুসলিম, খ্রিস্টান, শিখ এবং হিন্দু - রতন টাটার আত্মার জন্য প্রার্থনা করার জন্য NCPA-তে জড়ো হন। এই সমাবেশের ভিডিও প্রমাণ করে নির্দিষ্ট কোনও ধর্মের মানুষ শুধু নয়, রতন টাটা গোটা বারতকে এক চোখে দেখতেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা রতন টাটাকে "ভারতের সত্যিকারের আইকন" হিসাবে তুলে ধরেছেন।

নেটিজেনরা বলছে "একজন ভাল মানুষ হওয়াই সবচেয়ে বড় ধর্ম" এবং "আমরা এক রত্ন হারালাম"।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

তফসিলি জাতি উপজাতি নিয়ে রাহুল গান্ধীর দাবি কতটা সত্যি? জানিয়ে দিল সরকারি সূত্র
Lok Sabha : সংসদে বসে ই-সিগারেট টানছিলেন TMC সাংসদ! ধরে ফেললেন অনুরাগ ঠাকুর, কী হল দেখুন!