কুস্তিগিরদের প্রতিবাদে নয়া পদক্ষেপ, সভাপতি ব্রিজভূষণের পর সাসপেন্ড ফেডারেশনের সহ-সভাপতি বিনোদ তোমার

যৌন হেনস্থার বিরুদ্ধে কুস্তিগিরদের আন্দোলনের পর রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং-কে সাময়িক বরখাস্ত করা হয়, তারপর সাসপেন্ড করা হোল ফেডারেশনের সহ-সভাপতি বিনোদ তোমারকেও।

ভারতে কুস্তিগিরদের বিক্ষোভের ফলাফলে নতুন সংযোজন। বারংবার যৌন হেনস্থার বিরুদ্ধে রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া-র প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং-য়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ধর্নায় বসেছিলেন দেশের পদকজয়ী কুস্তিগিররা। জানুয়ারি মাসে বিক্ষোভে উত্তাল হয়েছিল নয়াদিল্লি। বিক্ষোভকারী কুস্তিগিরদের দাবি ছিল, অবিলম্বে ফেডারেশনের প্রধানের পদ থেকে সরাতে হবে ব্রিজভূষণ শরণ সিংকে। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পর এবার সরানো হল ফেডারেশনের সহ-সভাপতিকে। শনিবারই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়, ফেডারেশনের সহ-সভাপতি বিনোদ তোমারকে সাসপেন্ড করা হচ্ছে।

সহ-সভাপতিকে সাসপেন্ড করার পাশাপাশি ভারতে আপাতত বন্ধ রাখা হচ্ছে সমস্ত কুস্তি প্রতিযোগিতাও। এদিকে, সাসপেন্ড হওয়ার খবর পেয়েই ফেডারেশনের সহ সভাপতি বিনোদ তোমার জানান, তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। কেন্দ্র সূত্রে খবর, কুস্তিগিরদের সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের যে দু’দিনের বৈঠক হয়েছিল, তাতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার মূল অভিযোগ উঠলেও, সংগঠনের সহ-সভাপতি বিনোদ তোমার তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। ফেডারেশনের অধিকাংশ কাজকর্মের ভার ছিল তাঁর ওপরেই। সেই কারণেই ব্রিজ ভূষণের পাশপাশি বিনোদ তোমারকেও সাসপেন্ড করা হয়েছে।

Latest Videos

কুস্তিগিরদের যৌন হেনস্থার বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হতেই ভারতীয় ক্রীড়া মন্ত্রকের তরফে আপাতত যাবতীয় প্রতিযোগিতা ও অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে উত্তর প্রদেশের গোন্দায় র‌্যাঙ্কিং টুর্নামেন্ট চলছে। সেই টুর্নামেন্টও আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত প্রতিযোগীরা এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন, তাঁদের এন্ট্রি ফি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফেডারেশনকে।

আরও পড়ুন-

মূল্যবৃদ্ধির বাজারে কত বাড়ল জ্বালানির দাম? জেনে নিন রবিবারের আপডেট
সোশ্যাল মিডিয়ার ভিডিয়োতে গাড়ির সিটবেল্ট পরেননি ঋষি সুনক, প্রধানমন্ত্রী হিসেবে পুলিশের কাছে দিতে হল জরিমানা

২৪ ঘণ্টা জেরার পর ইডি-র হাতে গ্রেফতার তৃণমূল নেতা কুন্তল, 'তাপস আমাকে ফাঁসাচ্ছে', গ্রেফতারির পর সাংবাদিকদের কাছে দাবি

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari