আনা হল তিহারে, নির্ভয়া কাণ্ডে শুরু ফাঁসির তোড়জোড়

  • নির্ভয়া কাণ্ডের সাজাপ্রাপ্ত আসামী বিনয় শর্মা
  • রবিবার গভীর রাতে মন্দৌলি থেকে নিয়ে আসা হয় তিহার জেলে
  • রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল প্রাণভিক্ষার আবেদন
  • বিনয়ের দাবি প্রাণভিক্ষার আবেদনে কোনও স্বাক্ষর নেই তার

নির্ভয়া ধর্ষণ কাণ্ডের আরও এক সাজাপ্রাপ্ত আসামী বিনয় শর্মা-কে রবিবার গভীর রাতে মন্দৌলি থেকে তিহার জেলে স্থানান্তর করা হয়েছে। রাষ্ট্রপতির কাছে পাঠানো প্রাণভিক্ষার দাবি প্রত্যাহার করেছে নির্ভয়া কাণ্ডের সাজাপ্রাপ্ত বিনয়। তবে তিনি দাবি করেছেন প্রাণভিক্ষার আবেদনে তার কোনও স্বাক্ষর নেই। 

আরও পড়ুন- 'ছ' বছরে প্রথম বলতে শুনলাম', সংসদে অভিষেককে খোঁচা দিলেন অমিত শাহ

Latest Videos

গত শুক্রবার রাষ্ট্রপতি কোবিন্দ ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে প্রাণভিক্ষার আবেদনের চিঠি পাঠানো হয়েছে সেই আবেদন তার অনুমোদন ও স্বাক্ষর ছাড়াই পাঠানো হয়েছিল। এমটাই দাবি করেছেন সাজাপ্রাপ্ত বিনয় শর্মা। সেই সঙ্গে প্রাণভিক্ষার এই আর্জি বাতিলও করতে চেয়েছেন তিনি। প্রসঙ্গত, ২০১২ সালে এই রোমহর্ষক এই ঘটনা কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশ-কে। এই ঘটনার বাকি তিন সাজাপ্রাপ্ত আসামী অক্ষয় ঠাকুর, মুকেশ সিং ও পবন গুপ্ত নামে আরও তিন আসামী ইতিমধ্যে তিহার জেল হাজতে রয়েছেন।

আরও পড়ুন- বারো ঘণ্টার বিতর্কের পর পাশ নাগরিকত্ব বিল, এবার চ্যালেঞ্জ রাজ্যসভায়

২০১২ সালে দিল্লিতে ঘটা এই মামলায় অক্ষয় ঠাকুর, মুকেশ সিং ও পবন গুপ্ত নামে আরও তিন আসামী ইতিমধ্যে তিহার জেল হাজতে রয়েছে। ২০১২ সালে ১৬ ডিসেম্বর ২২ বছর বয়সী এক প্যারা মেডিকেলের ছাত্রীকে বাড়ি ফেরার সময় নৃশংসভাবে ধর্ষণ করার জন্য ৬ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এদের মধ্যে একজন নাবালক এবং অপর একজন রাম সিংহ বিচারের সময় তিহার জেলেই আত্মহত্যা করেছিল।

Share this article
click me!

Latest Videos

সিদ্দিকুল্লা চৌধুরীকে পাল্টা দিলেন শুভেন্দু, দেখুন কী বলছেন রাজ্যের বিরোধী দলনেতা । Suvendu Adhikari
Kaustav Bagchi: স্যালাইন কাণ্ডে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা কৌস্তব বাগচীর, দেখুন কী বলছেন তিনি
মমতা কার বোন? এমন কথা কেন বললেন শুভেন্দু! দেখুন | Suvendu Adhikari Speech Today
Rashifal Today : মকর সংক্রান্তিতে আপানার ভাগ্য কি বলছে? দেখুন আজকের রাশিফল | Makar Sankranti 2025
'ঋণ নিয়ে দান খয়রাতি করছে মমতা' | Suvendu Adhikari | #shorts | #shortsvideo | #shortsfeed |