'ছদ্মবেশী' পেঁচার ছবি ভাইরাল হল নেটদুনিয়ায়, আপনিও নজর রাখুন বনকর্তার শেয়ার করা ছবিতে

Published : Aug 19, 2020, 07:37 PM IST
'ছদ্মবেশী' পেঁচার ছবি ভাইরাল হল নেটদুনিয়ায়, আপনিও নজর রাখুন বনকর্তার শেয়ার করা ছবিতে

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি পেঁচার ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে মন কেড়েনেয় পেঁচাটি  অনেকেই ফোটোগ্রাফারের তারিফ করেন কেউ কেউ আরও পেঁচার ছবি শেয়ার করেন 

আবারও ভাইরাল হল বনকর্তা সুশান্ত নন্দার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবি। আর সেই ছবি ঘিরে রীতিমত উন্মাদনা রয়েছে নেটিজেনদের মধ্যে। আর  সেই ছবির ক্যাপসানে আইএফএস সুশান্ত নন্দা লিখেছেন গাছেরও চোখ আছে। আপনি পেঁচার লুকিয়ে থাকার একটি একটি সেরা ছবি।


বিরল এই ছবিটিতে দেখা যাচ্ছে পেঁচাটি একটি গাছের সামনের দিকে রয়েছে।পেঁচার কেবল একটি মাত্র চোখই দেখা যাচ্ছে। আর যা দেখে মনে হচ্ছে গাছটিরই একটি চোখ রয়েছে। কিন্তু কিছুটা মনোযোগ সহকারে যদি ছবিটি দেখেন তাহলে বুঝতে পারবেন  ওটি গাছ নয়। গাছের কোটরে বসে থাকা একটি পেঁচা। আর ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে নিমেষে তা ভাইরাল হয়ে যায়। একঘণ্টার মধ্যে ১হাজারেও বেশি লাইক পড়ে। 


আর সুশান্ত নন্দার এই পোস্টের পরই অনেকেই ছবিটি শেয়ার করেছেন আর লাইক করেছেন। বেশ কয়েকজন নেটিজেন আবার আরও কতগুলি পেঁচার ছবি শেয়ার করেছেন। 

PREV
click me!

Recommended Stories

8th pay Commission: ১৮ হাজার থেকে বেড়ে ৫১,৪৮০ টাকা? বেতন ও পেনশন নিয়ে সংশয় কাটাল কেন্দ্র
সংসদে ওয়াইসি ধামাকা! কী এমন বললেন ওয়াইসি?, করতালিতে ফেটে পড়ল সংসদ