রামলাল্লার আরতি করায় মুসলিম বিজেপি নেত্রীকে খুনের হুমকি, পোস্টারে ঢেকেছে আলিগড়

ভূমিপূজার দিন রামলাল্লার আরতি

রাখির দিন রামলাল্লাকে রাখি পাঠানো

এই অপরাধেই প্রাণের হুমকি পেলেন বিজেপির এর মুসলিম নেত্রী

এলাকা জুড়ে ফেলা হয়েছে হুমকি পোস্টার

 

উত্তরপ্রদেশের আলিগড় শহর জুড়ে পোস্টার পড়েছে। একেবারে প্রকাশ্যেই সপরিবারে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে রুবি আসিফ খান নামে বিজেপি-র এক মহিলা মুসলিম নেত্রীকে। তাঁর অপরাধ অযোধ্যায় রাম মন্দিরের 'ভূমি পূজা' অনুষ্ঠানের সময় তিনি রামলাল্লার আরতি করেছিলেন এবং রক্ষাবন্ধন উপলক্ষে হিন্দু দেবতাকে 'রাখি' পাঠছিয়েছিলেন। ওই বিজেপি নেত্রী এদিন কর্মীদের সঙ্গে নিয়ে আলিগড়ের দিল্লি গেট থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

আলীগড়ের এডিএ কলোনি এলাকার শাহ জামাল-এর বাসিন্দা, রুবি আসিফ খান মহাবীরগঞ্জ বিজেপি মহিলা মোর্চার সভাপতি। গত ৩০ জুলাই রুবি রামলাল্লা-কে একটি রাখি পাঠিয়েছিলেন। এরপর ৫ অগাস্ট অযোধ্যায় যখন 'ভূমি পূজা' অনুষ্ঠিত হচ্ছিল, তখন তিনি আরও কয়েকজন মুসলিম মহিলাকে নিয়ে আলিগড়ের বাড়িতে রামলাল্লার পুজো করেছিলেন। অযোধ্যার রামমন্দির নির্মাণের জন্য শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে তিনি ৫,১০০ টাকা অনুদানও দিয়েছেন।

Latest Videos

এরপরই তাঁকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। পুরো দিল্লি গেট এলাকায় রুবি এবং অন্য এক মুসলিম মহিলা নার্গিস-এর নাম করে পোস্টার দিয়ে বলা হয়েছে শরিয়ত আইনের আওতায় তাদের ইসলাম থেকে বহিষ্কার করা হবে। এই অবস্থায় জেলা প্রশাসনের কাছে প্রাণের হুমকির আশঙ্কা প্রকাশ করে সুরক্ষা চেয়েছেন ওই বিজেপি নেত্রী। তাঁর স্বামী মহম্মদ আসিফ বলেছেন, বেশ কয়েকজন হিন্দু বিজেপি কর্মী রুবি-র পাশে আছে। তাঁরাই তাঁকে পাহারা দিচ্ছেন।

 

Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M