চলন্ত মেট্রোতে হঠাৎ ভোজপুরী গানের নাচ, তরুণীর নাচ দেখে অবাক মহিলা যাত্রী, ভাইরাল হল ভিডিও

Published : Sep 17, 2024, 03:23 PM ISTUpdated : Sep 17, 2024, 03:36 PM IST
delhi

সংক্ষিপ্ত

দিল্লি মেট্রোর মধ্যে এমন ভোগপুরী গানের নাচ মুহূর্তে হয়েছে ভাইরাল। যা নজর কেড়েছে সকলের। এমন ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হল। যা নজর কেড়েছে সকলের।

প্রায়শই কারও না কারও কোনও না কোনও ভিডিও ভাইরাল হয়। অনেকেরই নানান অজব কাণ্ড নজর কাড়ে সকলের। আবার কেই নতুনত্ব কিছু করে সকলের নজরে আসেন। আজ রইল এমনই এক মহিলার কথা। যিনি রাতারাতি ভাইরাল হলেন।

চলন্ত ট্রেন বা বাসে ভিডিও বানিয়েছেন অনেকেই। এখন সর্বত্র রিল তৈরির ট্রেন্ড। তেমনই ঘরে বসে রিল বানিয়ে লাইম লাইটে আসছেন অনেকেই। আজ রইল এমনই এক মহিলার কথা।

দিল্লি মেট্রোতে নাচের ভিডিও হল ভাইরাল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তেমন ভিড় নেই মেট্রোতে। সেখানে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে এক মহিলা। সেই সময় হঠাৎ ফ্রেমে দেখা যায় এক যুবতীকে। সে ভোজপুরী গানের সঙ্গে নাচতে শুরু করে। সে সব অদ্ভুত ভঙ্গি নাচের। তারপর দেখা যায় সে নাচতে নাচতে এক মহিলার গায়ের কাছে চলে আসে। অদ্ভুত সে তার ভঙ্গি। সেই মহিলার বেশ বরক্তই হন। সে যাই হোক, দিল্লি মেট্রোর মধ্যে এমন ভোগপুরী গানের নাচ মুহূর্তে হয়েছে ভাইরাল। যা নজর কেড়েছে সকলের। এমন ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হল। যা নজর কেড়েছে সকলের।

 

 

এর আগেও এমন নাচের ভিডিও ভাইরাল হয়েছে। কখনও কেউ রেলস্টেশনে দাঁড়িয়ে রিল করেছেন। কেউ আবার চলন্ত ট্রেনে কেউ রিল বানান। আবার কেউ রাস্তাঘাটে রিল তৈরি করে ভাইরাল হন। এবার দিল্লি মেট্রো রেলে ভোজপুরি নাচ নজর কাড়ল সকলের। ভাইরাল হল ভিডিও। মেট্রোতে উঠে কেউ হঠাৎ এমন ভিডিও বানাতে পারেন তা বুঝতে পারেননি। 

 

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের