পেশী নিয়ন্ত্রণে বারবার ব্য়র্থ ক্ষুদে গজরাজ, আর সেই ভিডিও ভাইরাল হল নেটদুনিয়ায়

ভাইরাল হল ছোট্ট একটি হাতির ভিডিও 
ক্ষুদে হাতি জল পানের চেষ্টা করছিল 
কিন্তু বারবারই বিফলে যাচ্ছে সেই চেষ্টা 
পেশী নিয়ন্ত্রণে সময় লাগে হাতির 
 

Asianet News Bangla | Published : Aug 7, 2020 10:06 AM IST

গজরাজকে দেখতে কে না পছন্দ করে? আর সেই কারণেই নেটপাড়াতে রীতিমত জনপ্রিয় হাতির যো কোনও ভিডিও। তা সে জল পান হোক আর খাবার খাওয়ার দৃশ্যই হোক। বাকি বন্য প্রাণীদের তুলনায় হাতির আবার পরিবার কেন্দ্রীক জীব বলেও ছোট থেকে বল যে কেউ হাতি স্টিল বা ভিডিও দেখতে পছন্দ করেন। 

বিশালাকার এই প্রাণীটি আদতে শান্ত কিন্তু রেগেলেই ভয়ঙ্কর হয়ে ওঠে পেশী সর্বস্ব এই প্রাণীটি। বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা  একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে অভিভাবকের সঙ্গে জল পান করছে ছোট্ট একটি হাতি। কিন্তু সে কিছুতেই তাঁর পেশীকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। প্রাপ্ত বয়স্কদের মত লম্বা শুঁড় দিয়ে জলও খেতে পারছে না। কিন্তু নাছোড় শাবক হাতি বারবার শুঁড় দিয়ে জল খাবার চেষ্টা করছে। 

মাত্র ২৪ সেকেন্ডের এই ভিডিও ট্যাইটারে শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়া। আর সেই ছবির ক্যাপশানে তিনি লিখেছেন একটি ছোট্ট হাতি তার হাজার হাজার পেশী নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু এই কাজ খুবই সময়সাপেক্ষ। তিনি আরও জানিয়েছেন একটি হাতির ৪০ হাজার পেশী রয়েছে। যা সমন্বয় ও নিয়ন্ত্রণ করতে সময় লাগে। 

সুশান্ত নন্দার এই ভিডিও রীতিমত ভাইরাল নেট দুনিয়া। লক্ষ লক্ষ মানুষ মজেছেন খুদে হাতির কেরামতি দেখতে। 

 

Share this article
click me!