Viral Video: খেলনা পুতুলের মতো বাইক থেকে ছিটকে গেলেন যুবক! ভাইরাল ভিডিও দেখেই শিউরে উঠছেন নেটিজেনরা

Published : Dec 04, 2023, 10:35 AM IST
viral

সংক্ষিপ্ত

প্রকাশ্য দিবালোকে ভিড় রাস্তায় বাইকের ওপর কখনও বসে, কখনও দাঁড়িয়ে, কখনও আবার সাপের মতো প্যাঁচ খেলে কায়দাবাজি করছিলেন এক যুবক। পেছন থেকে তাঁর কাণ্ড-কারখানার ভিডিও রেকর্ডিং করতে থাকেন অন্য গাড়ির চালকরা। কিন্তু, আচমকাই ঘটে যায় বেগতিক।

ছোটদের মতো খেলাধুলা করার শখ বড় হয়েও মানুষের মধ্যে জীবিত থাকে। ছোট ছোট খেলনার থেকে বড় বড় খেলনার দিকে মানুষের ঝোঁক অগ্রসর হয়। এভাবেই ধীরে ধীরে অসচেতন পূর্ণ বয়স্ক মানুষজন বিপজ্জনক খেলার দিকে এগিয়ে যান। ঠিক যেমনটি ঘটালেন এই যুবক, যার কাণ্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

-

রাস্তাঘাটে বাইক নিয়ে তরুণ প্রজন্মের কারসাজি দেখে চোখের সামনেই শিউরে ওঠেন সাধারণ মানুষ। পুলিশের খপ্পরে পড়ারও যেমন উদাহরণ আছে ভুরি ভুরি, ঠিক তেমনই প্রাণ হারিয়ে ফেলার নজিরও কম নেই। অনেক মানুষই নিজের অঙ্গপ্রত্যঙ্গ হারিয়ে চির জীবনের মতো বিছানায় হয়ে থাকেন শয্যাশায়ী,  পঙ্গু হয়ে যাওয়ার মতো পরিণামও ঘটতে দেখা যায়। তেমনই এক ভয়ানক কাণ্ড করতে দেখা গেল এক যুবককে।

-

প্রকাশ্য দিবালোকে ভিড় রাস্তায় বাইকের ওপর কখনও বসে, কখনও দাঁড়িয়ে, কখনও আবার সাপের মতো প্যাঁচ খেলে কায়দাবাজি করছিলেন এক যুবক। পেছন থেকে তাঁর কাণ্ড-কারখানার ভিডিও রেকর্ডিং করতে থাকেন অন্য গাড়ির চালকরা। কিন্তু, আচমকাই ঘটে যায় বেগতিক। 

-

গাড়ির ভিড়ের রাস্তায় বাইক থেকে পুতুলের মতো ছিটকে গিয়ে পড়েন ওই যুবক। তাঁর বাইকটি একেবারে খেলনা গাড়ির মতো রাস্তায় পড়ে ঘুরে ঘুরে গড়াতে থাকে। এই দেখে ভয় পেয়ে যান অন্য গাড়ির চালকরাও। কিন্তু, পড়ে যাওয়া যুবকের পরিণতি কী হয়?

-

দেখা যায়, পড়ে যাওয়া অবস্থা থেকে দিব্যি গা- হাত- পা ঝেড়ে উঠে পড়ে সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিজের জামাকাপড় পরিষ্কার করতে করতে উঠে এলেন ওই যুবক। তারপর আবার কায়দা করে তুলে নিলেন নিজের বাইকটি। এই কাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা কার্যত হতবাক! 

 

 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo