এক মহিলা সহকর্মী স্পষ্টত তাঁকে বলেন ‘বিবেক, তুমি হিন্দিতে কথা বলছ কেন? ইংরেজিতে বলো। আমি কি তোমার সঙ্গে তামিল ভাষায় কথা বলছি?’
সারা ভারতের বিবিধ প্রান্ত জুড়ে ছড়িয়ে আছে বিভিন্ন ভাষা এবং সংস্কৃতি। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পৃথিবীর প্রায় ১৮ শতাংশ জনসংখ্যা দখল করে রাখা এই দেশটিতে নিজের ভাষা, নিজের সংস্কৃতি কায়েম করে রাখার জন্য এবং সেটাকেই ক্ষমতাবান করে তোলার জন্য নাগরিকদের চেষ্টার অন্ত নেই। এবং আরও বড় আশ্চর্যের বিষয় হল, একেকটি ভাষা অন্য আরেকটি ভাষার থেকে এতটাই পৃথক যে, এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের কথা বিন্দুমাত্রও বুঝতে উঠতে পারেন না, এমন উদাহরণও রয়েছে ভুরি ভুরি। ঠিক তেমনই এক কাণ্ড দেখা গেল একটি অফিসের টিম মিটিং-এ।
-
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও, যে ভিডিওতে দেখা গিয়েছে যে, নতুন বছরের জন্য একটি অফিসের সহকর্মীদের মধ্যে দলীয় বৈঠক চলছে এবং বৈঠকটি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে। দেশের বহু প্রান্তের বিবিধ ভাষাভাষীর কর্মীরা একইসঙ্গে ওই ভিডিও- বৈঠকে হাজির রয়েছেন। সেখানেই একজন কর্মী আচমকা হিন্দি ভাষায় কথা বলতে শুরু করে দেন।
-
প্রথমে অপর একজন কর্মী ওই হিন্দিভাষী সহকর্মীকে অনুরোধ করেন ইংরেজিতে কথা বলার জন্য। যেহেতু, ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ সমস্ত প্রান্তের ভাষা জানেন না এবং ভারতে অফিশিয়ালি কোনও ‘প্রধান’ ভাষা নেই, সেজন্য বৈশ্বিক দিক থেকে প্রায় সকলেই ইংরেজি ভাষায় স্বচ্ছন্দ। তাই হিন্দিভাষী কর্মীকে অনুরোধ জানানো হয় ইংরেজিতে কথা বলার জন্য। ওই কর্মী প্রথমে নিজের কথা বলা ইংরেজি ভাষায় শুরু করলেও ফের তিনি হিন্দি ভাষায় চলে আসেন।
-
দ্বিতীয়বারেও তাঁর কাছ থেকে হিন্দি শুনতে পেয়ে ভীষণ রেগে যান অন্যান্য সহকর্মীরা। এক মহিলা সহকর্মী স্পষ্টত তাঁকে বলেন ‘বিবেক, তুমি হিন্দিতে কথা বলছ কেন? ইংরেজিতে বলো। আমি কি তোমার সঙ্গে তামিল ভাষায় কথা বলছি?’ এরপর আরও অন্যান্য সহকর্মীরা প্রত্যেকে নিজের নিজের মাতৃভাষায় তথা অন্যান্য অনেক ভারতীয় ভাষায় তাঁকে ভর্ৎসনা করতে থাকেন। অফিসের ঊর্ধ্বতন এক কর্মী হিন্দিভাষীর বক্তব্য বুঝে নিলেও অন্যান্য সহকর্মীরা ক্রমাগত এটাই বাধ্যতামূলক করে দেওয়ার চেষ্টা করতে থাকেন যে, কোনও আঞ্চলিক ভাষায় নয়, সকলে বুঝতে পারে, এমন ভাষাতেই মিটিং চলাকালীন কথা বলতে হবে।