Viral Video: বাবার চিতায় মদ ঢেলে পান ও বিড়ি সাজিয়ে দিলেন ছেলে, ভাইরাল হল ছবি

Published : Jan 11, 2024, 09:23 AM IST
DEATH

সংক্ষিপ্ত

বাবার শেষকৃত্যের সময় চিতার জ্বলন্ত আগুনে মন ঢেলে দিলেন ছেলে। মদের পর বিড়ি ও বেনরসী পান সাজিয়ে দিল সে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কাশিতে।

প্রয়াত ব্যক্তির কবরে সেই ব্যক্তির পছন্দের জিনিস দেওয়ার রীতি চালু ছিল এক সময়। বিশেষ করে মিশরের এমন কাহিনি কম-বেশি আমরা অনেকেই শুনেছি। মিশরের রাজারে প্রয়াণের পর তাঁদের রাজকীয় ভাবে কবর দেওয়া হয়। মমির পাশে রাখে হত রাজার ব্যবহৃত সকল জিনিস। মনে করা হত মৃত্যুর পর আরও এত জীবন শুরু হয়। আর সেখানে এই সকল জিনিসের প্রয়োজন। এবার এমন কান্ড ঘটল ভারতে।

বাবার শেষকৃত্যের সময় চিতার জ্বলন্ত আগুনে মন ঢেলে দিলেন ছেলে। মদের পর বিড়ি ও বেনরসী পান সাজিয়ে দিল সে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কাশিতে। কাশির ঘাটে এমন দৃশ্য নজর কাড়ল সকলের। সেই ছবি ভাইরাল হল নেট দুনিয়ায়।

প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধের দিন তাঁর পছন্দের খাবার তৈরির রীতি আছে অনেক জায়গায়। সেই খাবার থালায় করে বাড়ির বাইরে রাখা হয়। মনে করা হয়, যদি কোনও জন্তু বা পাখি সেই খাবার খায় তাহলে মনে করা সেই প্রয়াত ব্যক্তির আত্মা এসে খেয়ে গিয়েছে। আর এই ধারণা বসেই মনে হয় বিশেষ কাজ করলেন এই ব্যক্তি।

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে শ্মশানে জ্বলছে চিতা। কাঠের পোড়ানো হচ্ছে এক প্রয়াত ব্যক্তিকে। তার চিতার আগুন নেভাতে তাতে মদ ঢেলে দিলেন এক ব্যক্তি। জানান যায় ব্যক্তির বাবার চিতা ছিল সেটি। তারপর সাজিয়ে দিলেন বাবার পছন্দের বিড়ি ও বেনরসী পান। মদ, বিড়ি ও বেনারসী পান ছিল তাঁর বাবার সব থেকে পছন্দের। তাই প্রয়াণের পর এমন কান্ড করলেন সেই ব্যক্তির ছেলে। যা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন
জেনে নিন আজ শহরে ডিজেল ও পেট্রোলের দাম কত