গত ১৬ ডিসেম্বর ভিডিওটি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ঝড়ের বেগে ভাইরাল হতে থাকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নানা ভিডিও ঘিরেই একাধিক মন্তব্য উঠে আসে। এমনকী সোশ্যাল মিডিয়ার ভাইরাল কনটেন্ট ঘিরে নানা ইস্যু তৈরি হওয়ার ঘটনাও নতুন নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই এক কনটেন্ট ঘিরে শুরু হয়েছে নতুন তরজা। কর্মফল কাজে বলে তা আবারও প্রমাণ করল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরও এক ভিডিও-এ দেখা যাচ্ছে, এক ব্যাক্তি বন্দুক উচিঁইয়ে দাঁড়িয়ে রয়েছে কিং কোবরার সামনে। একটু পরেই শুরু হয় সাপটির উপর গুলিবর্ষণ। পরের মুহূর্তেই দেখা যায় বন্দুকধারীর দিকে তেড়ে আসছে সাপটি। এই দৃশ্য প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে এই ঘটনাকে 'কর্মফল' বলেও উল্লেখ করেছেন।
গত ১৬ ডিসেম্বর ভিডিওটি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ঝড়ের বেগে ভাইরাল হতে থাকে। নেটিজেনরা অনেকেই লিখেছেন,'যেমন কর্ম তেমন ফল'। অনেকে আবার বলেছেন, ‘ইনস্ট্যান্ট কার্মা’। একজন ব্যবহারকারী কমেন্টে লিখেছেন,'কোবরার সঙ্গে লড়াই করতে বন্দুক এনে কোনও লাভ নেই।' ইতিমধ্যেই প্রায় ৬ লাখেরও বেশি মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন। ভিডিও-এ দেখে গিয়েছে সাপের গায়ে একটি গুলিও লাগেনি। বরং পর মুহূর্তে গাড়ির দিকে সাপটি ছুটে আসে। সঙ্গে সঙ্গেই ভোঁ ভা বন্দুকধারী।