পুলিশকর্তার বন্দুক থেকে গুলি ছুটে এসে একেবারে মৃত্যুর মুখে পড়ে গেলেন মহিলা। সেই ঘটনার ভিডিও দেখে পুলিশ কর্তার কাণ্ডজ্ঞানহীনতা সম্পর্কে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।
এসেছিলেন থানায় নিজের পাসপোর্টের জন্য তথ্য যাচাই করাতে, কিন্তু, সেখানে এসেই ঘটে গেল সর্বনাশ। পুলিশকর্তার বন্দুক থেকে গুলি ছুটে এসে একেবারে মৃত্যুর মুখে পড়ে গেলেন মহিলা। থানার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । সেই ভিডিও দেখে পুলিশ কর্তার কাণ্ডজ্ঞানহীনতা সম্পর্কে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।
-
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আলীগড়ের কোতোয়ালি নগর থানার ভেতরে। নিজের কোনও এক আত্মীয়ের সঙ্গে পাসপোর্টের তথ্য জমা দেওয়ার জন্য সেখানে এসেছিলেন এক মহিলা। সিসি ক্যামেরায় দেখা গেছে, সাব-ইন্সপেক্টর মনোজ শর্মার টেবিলের সামনে নিজের ফাইলপত্র নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। আচমকা এক পুলিশকর্মী এসে মনোজ শর্মার হাতে একটি বন্দুক দিয়ে যান। অতজন লোকের সামনেই বন্দুকটি চালিয়ে দেখতে যান ওই পুলিশকর্তা!
-
আচমকা বন্দুক থেকে একটি গুলি ছুটে যায়। সেই গুলিটি কোথায় গিয়ে লাগল, সেটা প্রথমে কেউই খেয়াল করেননি। কিন্তু, সামনে দাঁড়িয়ে থাকা মহিলা পড়ে যেতেই সকলের হুঁশ ফেরে। বোঝা যায় যে, পুলিশকর্তার বন্দুক থেকে ছুটে এসে গুলিটি সরাসরি ঢুকে গেছে দাঁড়িয়ে থাকা মহিলার মাথায়। তড়িঘড়ি তাঁকে ধরে তোলার জন্য ছুটে আসেন সকলে।
-
পুলিশ সূত্রে জানা গেছে যে, আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এই ঘটনায় সাব-ইন্সপেক্টর মনোজ শর্মার বিরুদ্ধে তীব্র ক্ষোভ বর্ষণ করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ইন্টারনেটে ভাইরাল হয়েছে সম্পূর্ণ ঘটনাটির ভিডিও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।