ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্য়ে সীমান্তের ওইপা় থেকে ইমরান খান একাধিকবার পরমাণু যুদ্ধের হুমকি দিলেও এতদিন কোনও বিজেপি নেতার মুখে পরমাণু হামলার কথা শোনা যায়নি। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে তাও শোনা গেল। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বললেন বিজেপিকে ভোট দেওয়া মানেই পাকিস্তানের উপর পরমাণু বোমা ফেলা।
মিরা ভয়ন্দর কেন্দ্রের জনসবায় বলতে গিয়ে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী এদিন বলেন, ইভিএম-এ পদ্ম চিহ্নে বোতাম টেপা মানেই স্বয়ংক্রিয়ভাবে পাকিস্তানের উপর একটি পরমাণু বোমা ফেলা। এরপরই তিনি মহারাষ্ট্রবাসীকে বিজেপির পক্ষে ভোট দিয়ে রাজ্যে ফের বিজেপি সরকার গঠনের জন্য অনুরোধ করেন। বলেন, মহারাষ্ট্রে যে পদ্মই ফুটবে সেই বিষে তিনি নিশ্চিত।
রবিবার ছিল কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা। প্রচারে দেবী লক্ষ্মীর প্রসঙ্গও টানেন তিনি। বলেন লক্ষ্মীদেবী কারোর হাতের তালুতে বসেন না, সাইকেল বা ঘড়ির উপরও তিনি অধিষ্ঠান করেন না। দেবী বসেন পদ্মের উপরই। কাজেই পদ্মই হচ্ছে উন্নয়নের, বিকাশের প্রতীক। এই পদ্মের দৌলতেই কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।