ওয়াকফ বিল নিয়ে বুধবার উত্তাল হতে পারে সংসদ, রণকৌশল ঠিক করতে দীর্ঘদিন পরে একজোট INDIA

সংক্ষিপ্ত

INDIA bloc meets:ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill) নিয়ে বুধবার তোলপাড় হতে পারে লোকসভা। বিরোধীরা যৌথভাবে বিলের বিরোধিতা করার কৌশল নিয়েছে। রণকৌশল তৈরি করতে দীর্ঘদিন পরেই একজোট ইন্ডিয়া জোট (INDIA bloc)।

 

INDIA bloc meets: ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill) নিয়ে বুধবার তোলপাড় হতে পারে লোকসভা। বিরোধীরা যৌথভাবে বিলের বিরোধিতা করার কৌশল নিয়েছে। রণকৌশল তৈরি করতে দীর্ঘদিন পরেই একজোট ইন্ডিয়া জোট (INDIA bloc)। আলোচনাও সারা হয়েছে। লোকসভায় ইন্ডিয়া জোট বিলের বিরোধিতা আর আলোচনা করবে যৌথভাবে। মঙ্গলবারই সংসদ ভবনে বিল নিয়ে বৈঠক করেছেন বিরোধীরা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং কেসি বেণুগোপাল, সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল যাদব, এনসিপি নেতা সুপ্রিয়া সুলে, টিএমসির কল্যাণ ব্যানার্জি এবং এএপির সঞ্জয় সিং সভায় উপস্থিত ছিলেন। ডিএমকে-র টিআর বালু, তিরুচি শিবা এবং কানিমোঝি, আরজেডি-র মনোজ কুমার ঝা, সিপিআই-এম-এর জন ব্রিটাস, সিপিআই-এর সন্তোষ কুমার পি, আরএসপি-র এন কে প্রেমচন্দ্রন এবং ভাইকোও সভায় উপস্থিত ছিলেন।  কাল সংসদে বক্তৃতা দেওয়ার কথা কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। 

Latest Videos

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে সোশ্যাল মিডিয়য় ওয়াকফ বিল নিয়ে একটি পোস্ট করেছেন। তিনি বলেছেন, 'ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মোদী সরকারের অসাংবিধানিক বিভেদমূলক এজেন্ডাকে পরাজিত করার জন্য সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধ হয়েছে। সংসদে তারা একজোট হয়ে কাজ করবে।' তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, 'আমরা আলোচনা এবং ভোটদানেও অংশ নেব। আমরা আলোচনা করতে চাই কিন্তু বিজেপি তা করতে চায় না। আমরা সংসদে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমরা ভোটদানে অংশ নিতে চাই কিন্তু বিজেপি আমাদের আলোচনা করতে দেবে না।'

বিরোধীরা ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ১২ ঘণ্টা আলোচনার দাবি করেছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার অর্ধেক সময় অর্থাৎ ৬ ঘণ্টা বরাদ্দ করেছিল। কিন্তু তারপরই বিরোধীরা প্রতিবাদ করে। শেষপর্যন্ত ৮ ঘণ্টা সময় ধার্য করা হয়েছে। বিরোধীরা জানিয়েছে, ভোটাভুটিতে ঐক্যবদ্ধভাবেই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দেবে তারা।

Share this article
click me!

Latest Videos

'৬০০ জনের নাম ও ছবি দিয়েছি, সবকটা গুন্ডা জেলে যাবে' চরম হুঙ্কার শুভেন্দুর | Suvendu on Murshidabad
'আমাদেরকে বাঁচান ওঁরা আমাদের...', সুকান্তর কাছে কাঁতর আর্জি মুর্শিদাবাদের হিন্দুদের